ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আইইউসি ভিসির অপসারণ দাবিতে কর্মসূচী অব্যাহত

প্রকাশিত: ০৬:৩৩, ২৫ জানুয়ারি ২০১৮

আইইউসি ভিসির অপসারণ দাবিতে কর্মসূচী অব্যাহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)র অঙ্গ প্রতিষ্ঠান গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)র ভিসি’র অপসারণের দাবিতে কালো ব্যাজ পড়ে দ্বিতীয় দিন বুধবারেও ক্লাস বর্জন ও ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুনাজ আহমেদ নুর যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে এজন্য তারা প্রধান ফটকে তালা বন্ধ করে রেখেছে। এর আগে মঙ্গলবার আন্দোলনরতদের বাধার মুখে কাম্পাসে প্রবেশ করতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রায় ৫ ঘণ্টা গেটের বাইরে অপেক্ষার পর ঢাকায় ফিরে যেতে বাধ্য হন। জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম ও অন্দোলনরতরা জানান, গাজীপুরের বোর্ডবাজারস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)র ভিসি পদে প্রফেসর ড. মুনাজ আহমেদ নুর এর অপসারণের দাবীতে আন্দোলনের দ্বিতীয় দিন বুধবারেও সকাল হতে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ পরে এবং বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হতে নিয়ে প্রধান ফটকের সামনে জড়ো হয়ে দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। আন্দোলনরতরা এ দিনেও ক্লাস বর্জন করেছে। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুনাজ আহমেদ নুর যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে এজন্য প্রধান ফটক তালা বন্ধ করে রেখেছে। তারা বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়নি। তবে এদিন ভিসি প্রফেসর ড. মুনাজ আহমেদ আইইউটি’র গেটে আসেন নি। তিনি অন্যত্র বসে একাডেমিক কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে। আমিন জুট মিলে শ্রমিকদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বকেয়া মজুরি ও ভাতার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ প্রদর্শন করেছে আমিন জুট মিলস লিমিটেডের শ্রমিকরা। বুধবার বিকেলে শ্রমিকরা সড়কে নেমে এলে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তবে পুলিশের হস্তক্ষেপ এবং বকেয়া পরিশোধের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যায়। বায়েজিদ বোস্তামী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মজুরি কমিশন ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীও ছিল। সে অনুযায়ী শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। তবে এর সঙ্গে তাদের সাত সপ্তাহের বকেয়া মজুরি এবং কিছু ভাতার দাবিও রয়েছে। মিল কর্তৃপক্ষ বুধবারই চার সপ্তাহের মজুরি পরিশোধ করেছে। বাকি তিন সপ্তাহের মজুরি স্বল্প সময়ের মধ্যে পরিশোধ করে দেয়ার আশ্বাস দিয়েছে। তিনি জানান, শ্রমিকরা কর্মসূচী পালন করলেও তা ছিল শান্তিপূর্ণ। বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাওলানা ভাসানী ভার্সিটিতে ৪ ফেব্রুয়ারি ওরিয়েন্টেশন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান/বিবিএ ও বিফার্ম) শ্রেণীর ১ম বর্ষে ভর্তিকৃত সকল বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী চার ফেব্রুয়ারি রবিবার সকাল দশটায় নিজ নিজ বিভাগে অনুষ্ঠিত হবে। এ ওরিয়েন্টেশন ক্লাসের সকল বিভাগের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। -বিজ্ঞপ্তি।
×