ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

খুলনায় ছাত্র রাজিন হত্যার দায় স্বীকার করে জবানবন্দী

প্রকাশিত: ০৪:১৬, ২৪ জানুয়ারি ২০১৮

খুলনায় ছাত্র রাজিন হত্যার দায় স্বীকার করে জবানবন্দী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা পাবলিক কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র ফাহমিদ তানভীর রাজিন (১৩) হত্যার দায় স্বীকার করে আরও এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মঙ্গলবার দুপুরে আসামি মঞ্জুরুল ইসলাম সাব্বির হাওলাদার খুলনা মহানগর হাকিম মোঃ শাহীদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এর আগে গত সোমবার অপর তিন আসামি তারিন হাসান ওরফে রিজভী, আসিফ প্রান্ত আলিফ ও সানি ইসলাম ওরফে আপন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পুলিশ রাজিন হত্যা মামলায় ৭ জনকে গ্রেফতার করলেও ১ নম্বর আসামি ফাহিম ইসলাম মনিকে এখনও গ্রেফতার করতে পারেনি। উল্লেখ্য, খুলনা পাবলিক কলেজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন গত শনিবার রাত ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছুরিকাঘাত করা হয় ফাহমিদ তানভীর রাজিনকে। এতে তার মৃত্যু হয়। বরিশালে স্কুলছাত্র হত্যাকারী হৃদয় গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আবু সালেহ্র হত্যাকারী হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নগরীর কালিজিরা ব্রিজ এলাকায় আত্মগোপনে থাকা হৃদয়কে গ্রেফতার করেছে কোতোয়ালি পুলিশ। হৃদয়কে গ্রেফতারের পর তার দেয়া স্বীকোরক্তি মতে হত্যা মামলার ৩নং এজাহারভুক্ত আসামি দেলোয়ার মৃধার বাসায় তল্লাশি চালিয়ে হত্যাকা-ে ব্যবহৃত লোহার শাবলটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
×