ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জাপানের টয়োহাসি ভার্সিটি ও চবির চুক্তির মেয়াদ বাড়ছে

প্রকাশিত: ০৪:১৮, ২২ জানুয়ারি ২০১৮

 জাপানের টয়োহাসি ভার্সিটি ও চবির চুক্তির মেয়াদ বাড়ছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষার্থী ও গবেষণা বিনিময় বিষয়ে জাপানের টয়োহাসি ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পাদিত চুক্তির মেয়াদ পাঁচ বছর বৃদ্ধি পাচ্ছে। রবিবার দুপুরে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং জাপানের ওই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. তাকাসি ওনিশির মধ্যে এ বিষয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ হানিফ সিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ। চবি উপাচার্য এ চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বর্ধিত হওয়ার এ চুক্তিকে স্বাগত জানান। তিনি বলেন, উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ, আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের নিবিড়ভাবে সম্পর্ক সৃষ্টি হওয়ার সুযোগ সৃষ্টি, নতুন নতুন তথ্য-প্রযুক্তির উদ্ভাবন ইত্যাদি ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগ্যতা ও সক্ষমতা বাড়াতে এ চুক্তি বিশেষভাবে অবদান রাখবে।
×