ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আমি ভাংচুরকারী আমাকে গ্রেফতার কর’

প্রকাশিত: ০৬:৩০, ২০ জানুয়ারি ২০১৮

‘আমি ভাংচুরকারী আমাকে গ্রেফতার  কর’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের গেট ভাংচুরের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার গভীর রাত থেকে টিএসসির সামনে ওই ভাস্কর্যের বেদীর ধাপে তারা অবস্থান নিয়েছেন। তাদের পাশে রাখা প্ল্যাকার্ডে লেখা-‘আমি ভাংচুরকারী আমাকে গ্রেফতার কর’, ‘আমি আন্দোলনকারী আমাকে গ্রেফতার কর’, আমি অজ্ঞাতনামা আমাকে গ্রেফতার কর। অবস্থানকারীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র রাজীব কুমার দাশ, এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তৃতীয় বর্ষের মাহির শাহরিয়ার রেজাসহ অন্যরা রয়েছেন। রাজীব বলেন, আমিও ওই দিনের ঘটনায় ভাংচুর করেছি, আন্দোলন করেছি। প্রশাসন, পুশিল আমাকে গ্রেফতার করুক।
×