ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জ বন্দরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

প্রকাশিত: ০৬:০৪, ১৮ জানুয়ারি ২০১৮

না’গঞ্জ বন্দরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দ বালিগাঁও এলাকায় ডাকাতি করার সময়ে গণপিটুনিতে অজ্ঞাতনামা দুই ডাকাত নিহত হয়েছে। এদের বয়স ২৫ থেলে ২৮ বছর। এ সময় ডাকাতদের এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতে ছয়জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। জানা গেছে, বালিগাঁও এলাকার রফিক মুন্সির বাড়ি মঙ্গলবার গভীর রাতে ১০/১২ জনের একদল ডাকাত ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ডাকাতি শুরু করে। এ সময় পরিবারের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন বের হয়ে এসে স্থানীয় মসজিদে মাইকিং করে ডাকাত পড়েছে বলে জানায়। পরে আশপাশের গ্রামের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ঘিরে ফেলে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকি ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ডাকাতদের হামলায় রফিক মুন্সির ছেলে দিদার হোসেন (৩০), নজরুল ইসলাম (৩২), লোকমান মিয়ার ছেলে মঞ্জুর হোসেন (২৭), হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮), মৃত সিরাজুল ইসলামের ছেলে জাকির হোসেন (৫৪) ও তার মেয়ে উম্মে হাবিবা (১৯) আহত হয়। এদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বালিগাঁও গ্রামের সুজন মিয়া জানান, রাত অনুমান দুইটার দিকে ডাকাতদল রফিক মুন্সির বাড়িতে হানা দিলে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামের লোকজন জেগে ওঠে এবং ডাকাতদের ঘেরাও করে। ডাকাতরা পালানোর সময় হাজার হাজার গ্রামবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, বালিগাঁও ডাকাত প্রবেশের সংবাদ পেয়ে তদন্ত কেন্দ্রের পুলিশ অজ্ঞাত দুই ডাকাতকে জমির মধ্যে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। তবে এখন লাশের পরিচয় জানা যায়নি।
×