ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মশিউরকে থানায় আটকে রাখা নিয়ে প্রশ্ন

প্রকাশিত: ০৮:৪৪, ১৭ জানুয়ারি ২০১৮

মশিউরকে থানায় আটকে রাখা নিয়ে প্রশ্ন

বিডিনিউজ ॥ সাত কলেজকে অধিভুক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা মশিউর রহমান সাদীকে আটকে রাখার কথা স্বীকার করেছে শাহবাগ থানা পুলিশ। তবে সুস্পষ্ট কোন অভিযোগ ছাড়া তাকে এভাবে আটকে রাখা আইনের লঙ্ঘন বলে আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা এসেছে। ঢাকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির প্রতিবাদে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল একদল শিক্ষার্থী। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনকারী এই শিক্ষার্থীদের নেতা মশিউর। সোমবার এই শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিলে সেখান থেকে মশিউরকে ভেতরে ঢুকিয়ে নেন ছাত্রলীগের নেতারা। তাকে মারধরের অভিযোগও ওঠে, যদিও ছাত্রলীগ নেতারা তা অস্বীকার করেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের ছাত্রলীগ নেতাকর্মীরা সরিয়ে দেয়ার পর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেছিলেন, মশিউরকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেয়া হয়েছে। রাত ১১টার পর থানায় যোগাযোগ করা হলে শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) অমল দেব বলেন, মশিউর রহমান নামে বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রকে এখন পর্যন্ত থানায় সোপর্দ করা হয়নি। মঙ্গলবার রাতে মশিউরকে থানায় আটকে রাখার স্বীকারোক্তি আসে শাহবাগ থানার ওসি আবুল হাসানের কাছে থেকে। তিনি বলেন, ‘সে থানায় আছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার অভিভাবককে খবর দেয়া হয়েছে, উনারা এলেই তাকে তাদের কাছে দিয়ে দেয়া হবে।’ কী কারণে জিজ্ঞাসাবাদ কিংবা কী কারণে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির এই ছাত্রকে থানায় দেয়া হলো, তা স্পষ্ট করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা পুলিশের কেউই। মশিউরের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রক্টর মঙ্গলবার বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ওকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। এ বিষয়ে আর কিছু বলতে চাননি তিনি।
×