ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাশ্রমে ইছামতি নদীর ওপর ২৫০ ফুট সাঁকো নির্মাণ

প্রকাশিত: ০৪:৪২, ১৭ জানুয়ারি ২০১৮

স্বেচ্ছাশ্রমে ইছামতি নদীর ওপর ২৫০ ফুট সাঁকো নির্মাণ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা গ্রামের তারকশাহার হাট এলাকার ইছমতি নদীর ওপরে স্থানীয় এলাকাবাসীর নিজ উদ্যোগে নির্মাণ করা হয়েছে ২৫০ ফুট বাঁশের সাঁকো। এটি নির্মাণের ফলে আলোকডিহি ও সাতনালা এই দুই ইউনিয়নের পাঁচ গ্রামের প্রায় দশ হাজার লোক এই সাঁকোর ওপর দিয়ে চলাচল করছে। সাঁকোর অভাবে ইতোপূর্বে পাঁচটি গ্রামের মানুষকে প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে ঘাটেরপাড় কলেজমোড় সেতু দিয়ে চলাচল করতে হতো। অথচ এই দুই ইউনিয়নের সংযোগস্থল পাঁচ মিনিটের পথ বাঁশের সাঁকো পার হলেই, তারকশাহার হাটসহ আলোকডিহি ইউনিয়ন থেকে সাতনালা ইউনিয়ন পরিষদে সহজেই যাতায়াত করা যায়। বাঁশের সাঁকো নির্মাণকারী আইনউদ্দিন, হাবিবুর, জাহাঙ্গীর ও নিমাই চন্দ্র বলেন, নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় ও আর্থিক সহযোগিতায় আমরা ২০দিন ধরে প্রায় অর্ধশতাধিক মানুষ বাঁশের সাঁকোটি নির্মাণ করেছি। এর ফলে এলাকার মানুষের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে। ইউপি সদস্য আইজার রহমান জানান, বাঁশের সাঁকো ভেঙ্গে যাওয়ার দীর্ঘ ২০ বছর পরে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। গৃহবধূর বিবস্ত্র ছবি তুলে ব্ল্যাকমেইল করে ধর্ষণ ॥ লম্পট আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চাচির ঘুমন্ত বিবস্ত্র ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দুঃসম্পর্কের ভাতিজা আনোয়ার ফকির (২০) নামের এক লম্পটের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলার গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের ধর্ষিতা গৃহবধূ (২৮) বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত ধর্ষক আনোয়ার ফকিরকে গ্রেফতার ও তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে। আনোয়ার ওই গ্রামের সোনা মিয়া ফকিরের পুত্র। গ্রেফতারকৃতকে সোমবার শেষ কার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মঙ্গলবার সকালে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
×