ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হরতাল ষড়যন্ত্রের দিন শেষ ॥ নাসিম

প্রকাশিত: ০৮:৪৫, ১৬ জানুয়ারি ২০১৮

হরতাল ষড়যন্ত্রের দিন শেষ ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ ১৪ দলীয় জোটের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হরতাল-ষড়যন্ত্র-চক্রান্তের দিন শেষ। মানুষ এখন আর হরতাল চায় না। তারা কাজ চায়। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। জনগণের ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। বিএনপিকে বলব- পারলে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসুন। সোমবার বিকালে সুপ্রীমকোর্ট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট বিএনএ ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকাল পাঁচটায় বেলুন উড়িয়ে বিএনএ জোটের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম। পরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন জোটের নেতৃবৃন্দ। বিএনএ জোটের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে সভায় বিশিষ্ট শিল্পপতি ও প্রধানমন্ত্রীর বেসরকারী খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জোটের কো-চেয়ারম্যান এম নাজিমউদ্দিন আল আজাদ, মুখপাত্র শেখ শহিদুজ্জামান, মহাসচিব মেজর (অব.) ডাঃ এম হাবিবুর রহমান, খ্যাতনামা চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফসহ জোটের শরিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, দেশ এগিয়ে যাবে নাকি অন্ধকারে নিমজ্জিত হবে তার সিদ্ধান্ত এ নির্বাচনের মাধ্যমে জনগণকে নিতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দেশ জঙ্গীবাদে ভরে যাবে। আবার জ্বালাও পোড়াও হবে। হাওয়া ভবনের সৃষ্টি হবে। দেশকে এগিয়ে নিতে আমাদের দৃঢ়বিশ্বাস জনগণকে অবশ্যই নৌকায় ভোট দেবেন। ন্যায় বিচার নিয়ে খালেদা জিয়ার বক্তবে’র সমালোচনা করে তিনি বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে যখন হত্যা করা হয় তখন জিয়াউর রহমানের ন্যায়বিচার কোথায় ছিল? আগামীতে দেশের জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।
×