ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিউনিসিয়ায় দরিদ্রদের জন্য সাহায্য বৃদ্ধি ও উন্নত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৪:২৬, ১৬ জানুয়ারি ২০১৮

তিউনিসিয়ায় দরিদ্রদের জন্য সাহায্য বৃদ্ধি ও উন্নত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি

তিউনিসীয় সরকার শনিবার সামাজিক সংস্কারের অংশ হিসেবে দরিদ্রদের জন্য সাহায্য বৃদ্ধি ও উন্নত স্বাস্থ্যসেবা ঘোষণা করেছে। দেশে অর্থনৈতিক কারণ থেকে সৃষ্ট এক সপ্তাহের অসন্তোষের পর সরকার এ সামাজিক সংস্কার ঘোষণা করল। খবর এএফপির। সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ ত্রাবেলসি সাংবাদিকদের বলেছেন, দুস্থ পরিবারের জন্য মাসিক সাহায্য ১শ’ ৫০ দিনার (৫০ ইউরো) থেকে বৃদ্ধি করে ১শ’ ৮০ থেকে ২শ’ ১০ দিনার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, কয়েক মাস ধরে যে সংস্কার পরিকল্পনা নেয়া হচ্ছে তাতে সকল তিউনিসীয়দের জন্য চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দেয়া হবে এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য গৃহায়নের ব্যবস্থা থাকবে। প্রেসিডেন্ট বেজি কায়েদ এসেবসি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন নেতা ও মালিকদের সঙ্গে পরামর্শ বৈঠকের পর সরকার এ ঘোষণা দেয়। উত্তর আফ্রিকার এ দেশটিতে দারিদ্র্য ও বেকারত্বের কারণে জনবিক্ষোভ চলে এসেছে বেশ কিছুদিন ধরে। অসন্তোষ নিয়ন্ত্রণে আসার আগে বিক্ষোভে কয়েক শ’ লোককে গ্রেফতার করা হয়েছে। পরিচয় না প্রকাশ করার অনুরোধ জানিয়ে এক সরকারী সূত্র বলেছেন, এটা খুবই উন্নত প্রকল্প। প্রকল্পটি পার্লামেন্টে উপস্থাপন করা হবে এবং আগামীতে এর ওপর আলোচনা করা হবে। এসেবসি পরামর্শ বৈঠকের শুরুতে সামাজিক অসন্তোষ সৃষ্টি ও দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য বিদেশী সংবাদ মাধ্যমকে অভিযুক্ত করেন। তিনি বলেন, রাজধানী তিউনিসের পাশে সুবিধাবঞ্চিত এলাকায় পথবিক্ষোভ হয়েছে, সে এলাকা তিনি পরিদর্শন করবেন। তিউনিসিয়ায় ২০১৫ সালে বেশ কিছু জিহাদী হামলার পর পর্যটন খাতে আয় পড়ে যায় এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। দেশটি এর বাজেট ঘাটতি হ্রাস ও অর্থনৈতিক সংস্কারের বিনিময়ে আইএমএফের কাছ থেকে ২শ’ ৪০ কোটি ইউরো (২শ’ ৯০ কোটি ডলার) ঋণ গ্রহণ করে। প্রায় ১ বছর ধরে দ্রব্যমূল্য উর্ধগতিতে থাকার পর বাজেটে কর বৃদ্ধির প্রতিবাদে জনগণ ৭ জানুয়ারি বিক্ষোভ প্রদর্শন করে।
×