ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইকুয়েডরের নাগরিকত্ব পেলেন এ্যাসাঞ্জ

প্রকাশিত: ০৩:৪৯, ১৩ জানুয়ারি ২০১৮

ইকুয়েডরের নাগরিকত্ব পেলেন এ্যাসাঞ্জ

দক্ষিণ আমেরিকান রাষ্ট্র ইকুয়েডর উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জকে সে দেশের নাগরিকত্ব প্রদান করেছে। এই পদক্ষেপ গ্রহণের ফলে এ্যাসাঞ্জের লন্ডনের ইকুয়েডর দূতাবাস ছেড়ে যাওয়ার পথ সুগম হলো। উল্লেখ্য, এ্যাসাঞ্জ এই দূতাবাসে পাঁচ বছর ধরে আশ্রয় প্রার্থী হিসেবে অবস্থান করছেন। -খবর-ইয়াহু নিউজ এর আগে ইকুয়েডর ব্রিটিশ সরকারের কাছে এ্যাসাঞ্জকে কূটনৈতিক মর্যাদা দানের অনুরোধ জানিয়েছিল। কূটনৈতিক মর্যাদা পেলে এ্যাসাঞ্জের পক্ষে ইকুয়েডর দূতাবাস ত্যাগ করা সম্ভব হতো এবং আইনানুগ পন্থায় তাকে গ্রেফতার করা যেত না। ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া এ্যাসাঞ্জের প্রতি যতটা সদয় ছিলেন বর্তমানে ক্ষমতাসীন বামপন্থী প্রেসিডেন্ট লেনিন মরেনো ততটা নন।
×