ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশজুড়ে উন্নয়নমেলা

প্রকাশিত: ০৩:৫৬, ১২ জানুয়ারি ২০১৮

দেশজুড়ে উন্নয়নমেলা

জনকণ্ঠ ডেস্ক ॥ বৃহস্পতিবার সারাদেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন। এরপর বের করা হয় র‌্যালি। এতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। এরপরে উদ্বোধন করা হয় উন্নয়ন স্টল। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস জিমনেশিয়াম মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। সকাল পৌনে ১০টায় একটি শোভাযাত্রা সিজেকেএস জিমনেশিয়াম মাঠে মেলা মঞ্চের আসার পর টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় আধুনিক প্রযুক্তিতে তৈরি বাংলাদেশ সেনাবাহিনীর স্টলটি দৃষ্টিনন্দন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া। রাজশাহী রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে এই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। এছাড়া জেলার সবকটি উপজেলা পর্যায়েও শুরু হয়েছে উন্নয়ন মেলা। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলার পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুনসহ উর্ধতন সরকারী কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। খুলনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে একযোগে এই মেলার উদ্বোধন করেন। পরে খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধান অতিথি হিসেবে স্থানীয়ভাবে উন্নয়ন মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান আব্দুল হান্নান এবং খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান। এ সময় বিএনএস তিতুমীরের কমোডর কমান্ডিং শামসুল আলম, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ.কে.এম ফারুক হাসান, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকীম উপস্থিত ছিলেন। রংপুর বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে টাউন হল মাঠে আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ ও অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন মিঞা, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিয়ার রহমান শফি, সম্পাদক তুষার কান্তি ম-ল প্রমুখ । সিরাজগঞ্জ উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে। সারাদেশে এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, স্কাউট, রোভার, সাধারণ মানুষ এবং সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। বগুড়া বৃহস্পতিবার সকালে বগুড়ায় তিন দিনের উন্নয়ন মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এই মেলা উদ্বোধন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়ার মেলা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী সহ-উর্ধতন কর্মকর্তাগণ। অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। নরসিংদী নরসিংদীর শিল্পকলা একাডেমির সামনে এ মেলা ও র‌্যালির উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক, এমপি।জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু অধিদফতরের উপ-সচিব সুলতানা রাজিয়া, নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, সিভিল সার্জন ডাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম প্রমুখ। মুন্সীগঞ্জ কালেক্টরেট ময়দানে সকালে এই মেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপরই প্রধানমন্ত্রীর পক্ষে সরকারী কর্ম কমিশনের সচিব আকতারী মমতাজ ও জেলা প্রশাসক সায়লা ফারজানা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে জেলা শহরের মেলার উদ্বোধন করেন। টঙ্গীবাড়ি উপজেলার সোনারং মাঠে এবং লৌহজং পুরনো উপজেলা কমপ্লেক্স মাঠে প্রধানমন্ত্রীর পক্ষে এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। ঠাকুরগাঁও বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে রঙ্গিন বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী এবং সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিগণ। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হয়। নাটোর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী মাঠে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত উদ্যোগগুলো উপস্থাপন করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেহেরপুর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস.এম গোলাম ফারুক। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেকসহ জেলার সরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ র‌্যালিতে অংশ নেয়। পরে শহীদ সামসুজ্জোহা পার্কে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- ৫৯ স্টলে তুলে ধরা হয়। ফেনী বৃহস্পতিবার সকালে ফেনী পিটিআই স্কুল মাঠে মেলায় বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. কামাল উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলাপরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী। মেলায় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, ব্যাংক বীমার ৬২ স্টল রয়েছে। মাগুরা বৃহস্পতিবার সকালে শহরে র‌্যালি বের করা হয়। নোমানী ময়দান থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ৬৩টি স্টল রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতিকুর রহমান, অতিরক্তি জেলা প্রশাসক আজাদ জাহান, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ। খাগড়াছড়ি বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। পরে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন। দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া ৩ দিনের উন্নয়ন মেলা আগামী ১৩ জানুয়ারি শেষ হবে। জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে বিদ্যুত জ্বালানি ও খনিজ সচিব ড. আহমেদ কায়কাউস প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় ৮২টি সরকারী ও বেসরকারী সংস্থার উন্নয়নমূলক প্রদর্শনী সংবলিত ১০০টি স্টল রয়েছে। টাঙ্গাইল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে টাঙ্গাইল প্রান্তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনোয়ারা বেগম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসলাম খানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা। গোপালগঞ্জ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের নেতৃত্বে তার কার্যালয়ের সম্মুখ থেকে র‌্যালিটি বের হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরপার্কে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু ও আওয়ামী লীগ নেতা শেখ মোহম্মদ ইউসুফ আলীসহ জেলার বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ র‌্যালিতে অংশ নেন। পরে সবাই পৌরপার্কে উন্নয়ন মেলাস্থলে ভিডিও প্রজেকশনের মাধ্যমে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তিনদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। গোপালগঞ্জের উন্নয়ন মেলায় ৭৩টি স্টল বসেছে। বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানের এসব স্টলগুলোতে জেলার বিভিন্ন উন্নয়ন ও কর্মপরিকল্পনা প্রদর্শিত হচ্ছে। নড়াইল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরূহা সুলতানা, জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ সরকারী, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাদারীপুর বৃহস্পতিবার সকালে শহরের স্বাধীনতা অঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী নাজিমউদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে সেখানে শুরু হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ দিলীপ কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা। কুড়িগ্রাম বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় একযোগে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি ছিলেন সচিব ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু ম-ল, সদর ইউএনও আমিন আল পারভেজ এবং সরকারী ও বেসরকারী বিভিন্ন বিভাগের অফিস প্রধানগণ। এবারে মেলায় ৮১টি স্টল বিভিন্ন ইতিবাচক কার্যক্রমের ওপর প্রদর্শনীতে অংশ নেয়।
×