ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ছড়াকার সুকুমার বড়–য়ার সংবর্ধনা

প্রকাশিত: ০৫:২৪, ১১ জানুয়ারি ২০১৮

ছড়াকার সুকুমার বড়–য়ার সংবর্ধনা

সংস্কৃতি ডেস্ক ॥ ছড়া-জাদুকর সুকুমার বড়ুয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সাহিত্যবিশারদ সুহৃদ চট্টগ্রাম আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গবেষক-প্রাবন্ধিক ড. মাহবুবুল হক। ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে আলোচক ছিলেন কবি-শিশুসাহিত্যিক রাশেদ রউফ, কামরুল হাসান বাদল, আবু তাহের মুহাম্মদ। আরমানউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সুকুমার বড়ুয়ার জীবনী থেকে পাঠ করেন মোস্তফা হায়দার। সুকুমার বড়ুয়ার সৃষ্টিকর্ম নিয়ে প্রবন্ধ পাঠ করেন ইলিয়াস বাবর। অনুষ্ঠানে সাহিত্যবিশারদ সুহৃদ চট্টগ্রামের পক্ষ থেকে সুকুমার বড়ুয়াকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ড. মাহবুবুল হক, উত্তরীয় পরিয়ে দেন ড. আনোয়ারা আলম, নগদ অর্থ তুলে দেন রাশেদ রউফ। এছড়াও বক্তব্য রাখেন কবি-শিশুসাহিত্যিক শেখ সাইফুল্লাহ রুমী ও সাংবাদিক আবু ওবাইদা টিপু। সুকুমার বড়ুয়ার জন্মদিন উপলক্ষে প্রকাশিত দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বিশেষ সংখ্যা প্রদান করেন সাহিত্য সম্পাদক কবি অমিত বড়ুয়া, সাপ্তাহিক স্লোগানের বিশেষ সংখ্যা নির্বাহী সম্পাদক গল্পকার ইফতেখার মারুফ, দৈনিক ইনফো বাংলার বিশেষ সংখ্যা সিনিয়র রিপোর্টার রাজু চৌধুরী। সুকুমার বড়ুয়াকে নিবেদিত লেখাপাঠ, আবৃত্তি ও ফুলেল শুভেচ্ছা জানায় অনেক সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন। সুকুমার বড়ুয়ার হাত দিয়েই মোড়ক উন্মোচন হয় আরমানউজ্জামানের শিশুতোষ বই ফুলপরীর উপহার।
×