ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের আদালতে নেসলেকে ৪৫ লাখ রুপী জরিমানা

প্রকাশিত: ০৬:২৪, ৯ জানুয়ারি ২০১৮

ভারতের আদালতে নেসলেকে ৪৫ লাখ রুপী জরিমানা

নেসলে ইন্ডিয়াকে ৪৫ লাখ রুপী জরিমানা করেছে ভারতের একটি আদালত। ২০১৫ সালের একটি মামলার ওপর ভিত্তি করে সম্প্রতি নেসলেকে ওই জরিমানা করা হয়েছে। ২০১৫ এবং ২০১৬ সালে বিক্রি হওয়া ম্যাগি নুডলসে অতিরিক্ত ক্ষতিকর পদার্থ পাওয়া যায়। ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হলে ম্যাগি নুডলস গুণগত মানের পরীক্ষায় অকৃতকার্য হয়। খবর জ্যাকসন অবজারভার। উত্তরপ্রদেশের শাজাহানপুর জেলার প্রশাসনিক কর্মকর্তা রঞ্জন সিং জানিয়েছেন, ২০১৬ সালের নবেম্বর মাসে বাজার থেকে ম্যাগির নমুনা সংগ্রহ করে গবেষণার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার পর ম্যাগির নমুনায় অতিরিক্ত পরিমাণে ধুলিকণা এবং ক্ষতিকর পদার্থ পাওয়া যায় যা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। নেসলে ইন্ডিয়ার কয়েকজন পরিবেশককে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২০১৫ সালের জুন মাসে ম্যাগি নুডলসে অতিরিক্ত পরিমাণে সীসা পাওয়া কারণে ভারতের বাজারে এর বাজারজাত নিষিদ্ধ করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×