ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

প্রকাশিত: ০৫:১৪, ৮ জানুয়ারি ২০১৮

রংপুরে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৭ জানুয়ারি ॥ রংপুরে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী বিজিবি-আইএসজি, বিএসএফ এর আঞ্চলিক কমান্ডার পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন। রবিবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া গঞ্জিপুরের বিনোদন কেন্দ্র ‘ভিন্ন জগতে’ এ সম্মেলন শুরু হয়। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। এ সম্মেলনের আলোচনায় সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয় প্রাধান্য পায়। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের দ্বারা সীমান্তে বাংলাদেশীদের গ্রেফতার, আটক, নির্যাতন ও হত্যা করা, বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফের অবৈধ অনুপ্রবেশ, ভারত থেকে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং বিভিন্ন পণ্য ও গরু চোরাচালানের বিষয়ে সম্মেলনে আলোচনা করা হয় এবং এসব বন্ধের ব্যাপারে দু’দেশ যৌথভাবে কাজ করার অঙ্গীকার করে। এছাড়াও সম্মেলনে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়াদিসহ সীমান্ত এলাকার যৌথ কার্যকরী নজরদারি ও ব্যবস্থাপনা এবং দু’দেশের সম্পর্ক উন্নয়নে সম্ভাব্য কার্যক্রম নিয়ে আলোচনা হয়। চার দিনব্যাপী এই সম্মেলনে দু’দেশের সীমান্তের ১৫০ গজের মধ্যে অপেক্ষমাণ উন্নয়ন কর্মকা-, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবি-বিএসএফের সমন্বিত টহল, সীমান্তে উভয়ের মধ্যে পার¯পরিক সৌহার্দ সম্প্রীতি বজায় রাখাসহ সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি’র রংপুর ও যশোর রিজিয়নের কমান্ডার ও ভারতীয় বিএসএফ-র সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ার এর আইজি’র নেতৃত্বে দুপক্ষ এ সম্মেলনে অংশ নেয়। ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বিজিবি যশোর রিজিওনের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম এবং ভারতীয় দলের ৮ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফ এর নর্থ বেংগল ফ্রন্টিয়ার এর আইজি ড. রাজেশ মিশ্র। বিজিবি জানায়, সম্মেলনে বিজিবি রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, বিএসএফ গৌহাটি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি রাকেশ আগারওয়াল আইটিএস, বিএসএফ নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের স্টাফ অফিসার জর্জ মানজুরান, বিএসএফ গৌহাটি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের স্টাফ অফিসার শ্রী দানিয়েল অধিকারী, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের স্টাফ অফিসার রাজেন্দ্র পাল শিং জিসওয়াল, বিএসএফ নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের স্টাফ অফিসার রাম চন্দ্র সিং, বিএসএফ নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের ডেপুটি কমান্ড্যান্ট স্টাফ অফিসার সুধীর কুমারসহ বিজিবির উর্ধতন কর্তৃপক্ষ, বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×