ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অধ্যাপক আব্দুর রব আইইউবিএটির ভিসি নিযুক্ত

প্রকাশিত: ০৬:২১, ৭ জানুয়ারি ২০১৮

অধ্যাপক আব্দুর রব আইইউবিএটির ভিসি নিযুক্ত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এ্যান্ড টেকলোজি (আইইউবিএটি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুর রব। রাষ্ট্রপতি ও আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ আগামী চার বছরের জন্য তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন। অধ্যাপক রব ৩ জানুয়ারি ২০১৮ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। অধ্যাপক ড. আব্দুর রব বেলগ্রেড থেকে ডক্টরেট, ইন্ডিয়ানা থেকে এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে এম.কম এবং অস্ট্রেলিয়া থেকে সিএমসি ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে অধ্যাপক রব ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য, ঢাকা আইবিএ’র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। -বিজ্ঞপ্তি ডেমরায় বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডেমরায় আবু সাইদ (২১) নামে বেসরকারী বিশ্ববিদ্যালয় এক ছাত্র আত্মহত্যা করেছে। নিহত যুবক বনানী শাখার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের (বিবিএ) ছাত্র ছিল। নিহতের বাবার নাম শফিউল্লাহ। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার উজানীগোড়া গ্রামে। পরিবারের সঙ্গে ডেমরা হাজীনগর স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি। এদিকে শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত ছাত্রের মা হাসিনা বেগম জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ছেলে আবু সাঈদ।
×