ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়োগা রেকর্ড

প্রকাশিত: ০৫:৩৭, ৬ জানুয়ারি ২০১৮

ইয়োগা রেকর্ড

একটানা এক শ’ তিন ঘণ্টা ইয়োগা চর্চা করে গিনেস বুকে নাম লিখিয়েছেন ভারতীয় এক নারী। তিনি এর আগের সব রেকর্ড ভেঙ্গে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন। কবিতা ভারান্দিধান জন্ম নিয়েছেন চেন্নাইতে। বড়ও হয়েছেন সেখানে। ২৩ ডিসেম্বর সকাল সাতটায় তিনি ইয়োগায় বসে এক শ‘ তিন ঘণ্টা চর্চা করে রেকর্ড গড়েন। -টাইমস অফ ইন্ডিয়া শতবর্ষে আড়াই রুপীর নোট এক শতাব্দী আগে ভারতে চালু হয় আড়াই রুপীর নোট। দুই রুপী ও আট আনা মান যোগ করে ছাপানো হয় এই নোট। ১৯১৮ সালের দুই জানুয়ারি প্রথম চালু হয় নোটটি। প্রথম বিশ্বযুদ্ধ তখন শেষ পর্যায়ে। আড়াই টাকার নোট ছাপানো ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে। ১৯৯৪ সালে এই রুপী ছাপানো বন্ধ হয়ে যায়। -এনডিটিভি অনলাইন
×