ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএমই পণ্যের গুণগতমান বাড়ানোর তাগিদ

প্রকাশিত: ০৫:৫৩, ৫ জানুয়ারি ২০১৮

এসএমই পণ্যের গুণগতমান বাড়ানোর তাগিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় অর্থনীতিতে শতকরা ৮৫ ভাগ অবদান রাখা ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের (এসএমই) উৎপাদিত পণ্যের গুণগতমান বাড়ানোর তাগিদ দিয়েছেন শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এ তাগিদ দেন তিনি। বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এ কর্মশালার আয়োজন করে। শিল্পসচিব বলেন, জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত বর্তমানে শতকরা ৮৫ ভাগ অবদান রাখছে। এ খাতে উৎপাদিত পণ্যের গুণগত মান আরও উন্নত করে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জন সম্ভব। এ লক্ষ্যে তিনি এ্যাক্রেডিটেশন কার্যক্রম জোরদার করে দেশব্যাপী এসএমইখাতে মানসম্মত পণ্য উৎপাদনের তাগিদ দেন। তিনি বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে বর্তমান সরকার দেশীয় শিল্পপণ্যের গুণগত মনোন্নয়নের ব্যাপক উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিএবি’র মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের মান অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে জাতীয় গুণগত মাননীতি প্রণয়ন করা হয়েছে। এর ফলে দেশে রফতানিমুখী বিভিন্ন শিল্পখাত বিকশিত হচ্ছে এবং অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের, ২০৩০ সাল নাগাদ এসডিজির লক্ষ অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য মানোন্নয়ন কার্যক্রম জোরদারের পরামর্শ দেন।
×