ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির তালিকায় ঝুঁকিপূর্ণ কোম্পানি

প্রকাশিত: ০৩:৪১, ৫ জানুয়ারি ২০১৮

দরবৃদ্ধির তালিকায় ঝুঁকিপূর্ণ কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবারের লেনদেনে ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপট দেখা গেছে। এদিন দরবৃদ্ধির শীর্ষ দশে উঠে এসেছে ৯ ঝুঁকিপূর্ণ কোম্পানি। এর মধ্যে ৪টি কোম্পানি লোকসানে রয়েছে। বাকি ৫টি কোম্পানির মুনাফা নামমাত্র। এছাড়া ৫টি কোম্পানি সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- জুট স্পিনার্স, লিগ্যাসি ফুটওয়্যার, বীচ হ্যাচারি, ইস্টার্ন কেবল, মুন্নু সিরামিক, মেঘনা কনডেন্সড মিল্ক, ইউনাইটেড এয়ার, ফাইন ফুড ও দেশবন্ধু পলিমার। এর মধ্যে জুট স্পিনার্স, বীচ হ্যাচারি, মেঘনা কনডেন্সড মিল্ক, ইউনাইটেড এয়ার ও দেশবন্ধু পলিমার ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে। এছাড়া জুট স্পিনার্স, বীচ হ্যাচারি, মেঘনা কনডেন্সড মিল্ক ও ইউনাইটেড এয়ার লোকসানে রয়েছে। এদিন ১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষ অবস্থানে রয়েছে জুট স্পিনার্স। এছাড়া ৯.৮৫ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে লিগ্যাসি ফুটওয়্যার, ৮.২৩ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে বিচ হ্যাচারি, ৮.০১ শতাংশ বেড়ে চতুর্থ স্থানে ইস্টার্ন কেবলস, ৭.৫৫ শতাংশ বেড়ে পঞ্চম স্থানে মুন্নু সিরামিক, ৫.৪৬ শতাংশ বেড়ে ষষ্ঠ স্থানে মেঘনা কনডেন্সড মিল্ক, ৫.৩৬ শতাংশ বেড়ে সপ্তম স্থানে ইউনাইটেড এয়ার, ৪.৯৯ শতাংশ বেড়ে অষ্টম স্থানে ফাইন ফুড ও ৪.৩১ শতাংশ বেড়ে দশম স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার। লিগ্যাসি ফুটওয়্যার থেকে পিই অনুযায়ী বিনিয়োগ ফেরত পেতে ৫৭ বছর অপেক্ষা করতে হবে। এছাড়া ইস্টার্ন কেবল থেকে ১৭৯৩ বছর, মন্নু সিরামিক থেকে ১২১ বছর, ফাইন ফুড থেকে ২২৫ বছর ও দেশবন্ধু পলিমার থেকে বিনিয়োগ ফেরত পেতে ৩২ বছর লাগবে। আর লোকসানে থাকার কারণে জুট স্পিনার্স, বীচ হ্যাচারি, মেঘনা কনডেন্সড মিল্ক ও ইউনাইটেড এয়ার থেকে বিনিয়োগ ফেরত পাওয়া যাবে না।
×