ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাইম ম্যাগাজিন

২০১৭ সালের সেরা ১০টি চলচ্চিত্র

প্রকাশিত: ০৬:৩৬, ৪ জানুয়ারি ২০১৮

২০১৭ সালের সেরা ১০টি চলচ্চিত্র

দ্য পোস্ট টাইম ম্যাগাজিনের তালিকায় প্রথমেই আছে পরিচালক স্টিভেন স্পিলবার্গের ছবি ‘দ্য পোস্ট। ১৯৭১ সালে ‘পেন্টাগন পেপার্স’ কেলেঙ্কারি ফাঁস করে দেয় মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট। সে সময়ের আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন ও তার প্রশাসন প্রেস তথা সংবাদ মাধ্যমের কর্মকাণ্ডে বাধা দেয়ার চেষ্টা করে। তা সত্ত্বেও ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের মিথ্যাচার প্রকাশ করে নিক্সনের প্রশাসনকে কাঁপিয়ে দেয়। ছবিতে দেখানো হয়েছে বিতর্কিত প্রতিবেদন ‘পেন্টাগন পেপাস’ প্রকাশের আগে-পরে কী ঘটেছিল। তিনবার অস্কার পাওয়া অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও সর্বকালের ব্যবসাসফল অভিনেতা টম হ্যাঙ্কসকে এই ছবির মাধ্যমে একসঙ্গে দেখা যাবে। প্রথমবারের মতো কোন সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন জনপ্রিয় এ দুই তারকা অভিনয় শিল্পী। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর তৎকালীন সম্পাদক বেন ব্র্যাডলির চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস, প্রকাশক কে গ্রাহামের চরিত্রে মেরিল স্ট্রিপ। এবারই প্রথম স্পিলবার্গের ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী। এটি মুক্তি পেয়েছে গত ২২ ডিসেম্বর। লেডি বার্ড টাইম ম্যাগাজিনের তালিকায় দ্বিতীয়তে আছে কমেডি ড্রামা ‘লেডি বার্ড গত ৩ নবেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর বেশ প্রশংসা পেয়ে আসছে দর্শক-সমালোচকদের কাছে থেকে। গেল টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবিটির উদ্বোধনী প্রদর্শনী দেখে দাঁড়িয়ে করতালি দিয়েছিলেন দর্শকরা। ছবিটিতে বয়ঃসন্ধিকালের অস্থির সময়কে দারুণ দক্ষতার সঙ্গে দেখিয়েছেন চিত্রনাট্যকার ও পরিচালক গ্রিটা গেরভিগ। দ্য লস্ট সিটি অব জেড টাইম ম্যাগাজিনের তালিকায় তৃতীয়তে আছে রোমান্টিক চলচ্চিত্র ‘দ্য লস্ট সিটি অব জেড’ নির্মাণ করেছেন জেমস গ্রে।’ গত এপ্রিলে মুক্তি পাওয়ার পর ছবিটি বেশ কয়েক সপ্তাহ বক্স অফিস মাতিয়ে রাখে। পরিচালক ও চিত্রনাট্যকার জেমস গ্রের বাস্তব-জীবনভিত্তিক রোমাঞ্চকর চলচ্চিত্র ‘দ্য লস্ট সিটি অব জেড’। তবে যে টাকা খরচ করে ছবিটি তৈরি করা হয়েছিল তার অর্ধেক মাত্র উঠে এসেছে বক্স অফিস থেকে। ছবিটির গল্পে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেটকে আমাজন জঙ্গলে একটি পৌরাণিক শহর খুঁজে রেড়াতে দেখা যায়। ফসেট তাঁর পুরো জীবন উৎসর্গ করেছিলেন শহরটি খোঁজার কাজে। চলচ্চিত্র সমালোচকরা এ ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। পারসোনাল শপার টাইম ম্যাগাজিনের তালিকায় চতুর্থতে আছে প্যারিসে বসবাসকারী একজন আমেরিকানের মনোজাগতিক ভাবনাকে নিয়ে তৈরি হয়েছে ‘পারসোনাল শপার’। এই থ্রিলার মুভিটিতে রয়েছে অতিপ্রাকৃতিক উপাদান। গেল কান চলচ্চিত্র উৎসবে পরিচালক-চিত্রনাট্যকার অলিভার আসায়াসের এই ছবিটির উদ্বোধনী প্রদর্শনী শেষে দাঁড়িয়ে করতালি দিয়েছিলেন দর্শকরা। সমালোচকদের মতে, একটি আধুনিক ভৌতিক ছবি উপহার দিয়েছেন অলিভার। কেডি টাইম ম্যাগাজিনের তালিকায় পঞ্চম স্থানে আছে ইস্তাম্বুলের বেওয়ারিশ বিড়াল নিয়ে নির্মিত ‘কেডি’ প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন তুর্কি পরিচালক সাঈদা তরুণ। ইতালীয় পরিচালক লুকা গুয়াদাগনিনোর রোমান্টিক চলচ্চিত্র ‘কল্লমি বাই ইউর নেম’গত জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রথম দেখানো হয়। একজন কিশোরের অবসাদগ্রস্ত গ্রীষ্মের ছুটিকে তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। গত বছর ইস্তাম্বুল মুক্ত চলচ্চিত্র উৎসবে ‘কেডি’-র উদ্বোধনী প্রদর্শনী হলেও এর খ্যাতি ও অর্থ প্রাপ্তি বেড়ে যায় গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর থেকে। পশ্চিমের দর্শকদের কাছে প্রামাণ্যচিত্রটি সার্বজনীন আবেদন সৃষ্টি করেছে। কলমি বাই ইউর নেম টাইম ম্যাগাজিনের তালিকায় ষষ্ঠ স্থানে আছে ইতালীয় পরিচালক লুকা গুয়াদাগনিনোর রোমান্টিক চলচ্চিত্র ‘কল্লমি বাই ইউর নেম’ গত জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রথম দেখানো হয়। তখন থেকেই সমালোচকদের নজর কাড়তে থাকে ছবিটি। এরপর, নবেম্বরে বৈশ্বিক মুক্তির পর ছবিটি ভাসতে থাকে প্রশংসার বানে। একজন কিশোরের অবসাদগ্রস্ত গ্রীষ্মের ছুটিকে বেশ আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। ডানকার্ক টাইম ম্যাগাজিনের তালিকায় সপ্তম স্থানে আছে ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বহুল আলোচিত অভিযান। গত জুলাইয়ে ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে প্রশংসিত হয়। ছবিটির শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালক যে দক্ষতা দেখিয়েছেন তা তাকে তুলে ধরেছে নতুন এক উচ্চতায়। গত জুলাইয়ে ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে প্রশংসার পুষ্পবৃষ্টি ঝরতে থাকে নোলানকে ঘিরে। বক্স অফিসেও এটি পায় ব্যাপক সাফল্য। ফেসেস প্লেসেস টাইম ম্যাগাজিনের তালিকায় অষ্টম স্থানে আছে ঊননব্বই বছর বয়সী বেলজিয়ান চিত্রনির্মাতা আগনেস ভার্দা এবং চৌত্রিশ বছরের ফরাসী আলোকচিত্রী ও চিত্রশিল্পী জঁ রেনে হাত মিলিয়ে তৈরি করেছেন ‘ফেসেস প্লেসেস’ প্রামাণ্যচিত্রটি। আগনেস ভার্দা ও জঁ রেনে যৌথভাবে নির্মাণ করেছেন ‘ফেসেস প্লেসেস’। পরিচালকদ্বয়ের উপস্থাপনার গুণে প্রামাণ্যচিত্রটি বেশ আলোচিত হয়েছে। গেল কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে এটি প্রদর্শন করা হয় এবং জিতে নেয় ‘লে প্রিক্স দু ডকুমেনতায়ার’ পুরস্কার। ভার্দা ও রেনে মিলে ঘুরেছেন ফ্রান্সের গ্রামীণ অঞ্চল। তুলেছেন সেখানকার মানুষের ছবি। যে ট্রাকে চড়ে তারা ঘুরছিলেন সেখানেই বানানো হয়েছিল একটি ছোট স্টুডিও। পরিচালকদ্বয়ের উপস্থাপনার গুণে প্রামাণ্যচিত্রটি হয়ে উঠেছে অনন্যসাধারণ। গেট আউট টাইম ম্যাগাজিনের তালিকায় নবম স্থানে আছে ভৌতিক ছবি ‘গেট আউট অভিনেতা জর্ডান পিলের এ বছর চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয়েছে। ‘গেট আউট’ নির্মাণের মধ্য দিয়ে প্রথম সিনেমাতেই আলোচিত হয়েছেন তিনি। গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার পর সাড়ে চার মিলিয়ন ডলারের ছবিটি আয় করেছে ২৫৪ মিলিয়ন ডলারেরও বেশি। ছবিটির গল্পে নির্মাতা এমন কিছু দেখিয়েছেন যা অনেক অভিজ্ঞ পরিচালকের পক্ষেও সম্ভব হয়নি। ছবিটি দেখার পর যখনই এর গল্পের কথা দর্শকদের মনে পড়বে তখনই তারা মনে মনে হাসবেন অথবা যখনই তারা মনে মনে হাসবেন তখনই ছবিটির গল্পের কথা মনে পড়বে। গার্লস ট্রিপ টাইম ম্যাগাজিনের তালিকায় দশম স্থানে আছে প্রডাকশন বাজেট ১৯ মিলিয়ন ডলার। বক্স অফিসে আয় ১৩৮ মিলিয়ন ডলার। রেটেড কমেডি হিসেবে এই ছবিটির এমন সাফল্য অসাধারণ। গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর পরিচালক ম্যালকম ডি লির ‘গার্লস ট্রিপ’ কমেডিটি বেশ দাপট দেখিয়েছিল উত্তর আমেরিকার বক্স অফিসে। চলচ্চিত্র সমালোচকরাও বেশ ইতিবাচক ছিলেন ছবিটিকে নিয়ে। একদল পুরনো বন্ধুর একত্রিত হওয়ার আনন্দকে দেখানো হয়েছে ছবিটির গল্পে। হাসি-ঠাট্টা, চিৎকার- চেঁচামেচি সমৃদ্ধ এই ছবিটিকে গেল গ্রীষ্মে দর্শকদের জন্য সেরা উপহার হিসেবেও গণ্য করা হচ্ছে।
×