ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেনে বুঝে বিনিয়োগ না করলে লোকসানের ঝুঁকি বেশি

প্রকাশিত: ০৫:৪৬, ৪ জানুয়ারি ২০১৮

জেনে বুঝে বিনিয়োগ না করলে লোকসানের ঝুঁকি বেশি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে জেনে বুঝে বিনিয়োগ না করলে লোকসানের ঝুঁকি বেশি থাকে। পূর্বে না জেনে বিনিয়োগ করে অনেক বিনিয়োগকারী সর্বশান্ত হয়েছেন। তাই পুঁজিবাজারে বিনিয়োগ করার আগে বাজার সম্পর্কে ভাল করে জানতে হবে। এমন মন্তব্য করেছেন এ্যাঙ্কার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এজেডএম নাজিম উদ্দীন। বুধবার ডিএসইর ট্রেনিং একাডেমিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। মূলত দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, বিনিয়োগকারী ভাল থাকলে আমরাও ভাল থাকি। পুঁজিবাজার থেকে প্রতিদিনই কিছু না কিছু শেখার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন। তাই বিনিয়োগ করার আগে ভাল করে ভাবুন। তার পর মৌলভিত্তির প্রতিষ্ঠান দেখে বিনিয়োগ করুন। তাহলে লোকসানের শঙ্কাও কম হবে। তিনি বলেন, আমাদের পুঁজিবাজার অনেক বড় হওয়ার সুযোগ রয়েছে। সেই জন্য এখান থেকে অর্থ আহরণেরও সুযোগ আছে। কিন্ত সেটা করতে হলে অবশ্য পুঁজিবাজার সম্পর্কে ভাল জ্ঞানের অধিকারী হতে হবে। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর মহাব্যবস্থাপক মোঃ সামিউল ইসলাম বলেন, পুঁজিবাজার নিয়ে এখন সবাই সচেতন। সরকারের পক্ষ থেকে নিদের্শ দেয়া রয়েছে পুঁজিবাজারে আগামীতে যেন ২০১০ বা ৯৬ সালের চিত্র ফিরে না আসে। তাই এ বিষয়ে বিনিয়োগকারীদের সচেতন হওয়ার বিকল্প নেই। অনুষ্ঠানে এ্যাঙ্কর সিকিউরিটিজের পরিচালক হাসিব আবু, প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ওয়াদুদ, ডিএসইর উপ-মহাব্যবস্থাপক হোসনে আরা পারভীনসহ উর্ধতন কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
×