ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৫:৪৫, ৪ জানুয়ারি ২০১৮

পুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ব্যাংক খাতের কোম্পানিগুলোর গত দুই দিনে কিছুটা দর সংশোধনের পর বুধবার ফের দরবৃদ্ধি ঘটেছে। বস্ত্রসহ অন্যান্য খাতের কোম্পানিগুলোর দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে মোট ৫৭৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৩০ কোটি ৩২ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০৬ কোটি ৮৯ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১০১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর। সকালে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪১১ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ড্রাগন সোয়েটার, গ্রামীণফোন, ইফাদ অটো, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, ন্যাশনাল টিউব ও ব্র্যাক ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : জেমিনি সি ফুড, সামিট পোর্ট এলায়েন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্টাইল ক্রাফট, কনফিডেন্স সিমেন্ট, বিডিকম, সালভো কেমিক্যাল, রূপালী ব্যাংক, ডেফোডিল কম্পিউটার ও নাহি এ্যালুমিনিয়াম। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : কে এ্যান্ড কিউ, দুলা মিয়া কটন, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, পপুলার লাইফ, ইফাদ অটো, বঙ্গজ, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫৪৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, ঢাকা ব্যাংক, ইউসিবি, ব্যাংক এশিয়া, বিডি ফাইনান্স, সাইফ পাওয়ার টেক, বেক্সিমকো ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
×