ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভরণপোষণ দিতে রায়

প্রকাশিত: ০৪:২০, ৪ জানুয়ারি ২০১৮

ভরণপোষণ দিতে রায়

তাইওয়ানের সুপ্রীমকোর্ট এক দন্ত চিকিৎসককে মায়ের ভরণপোষণ দেয়ার রায় দিয়েছে। রায়ে চিকিৎসককে দুই কোটি ২৩ লাখেরও বেশি তাইওয়ানি ডলার (সাত লাখ ৪৪ হাজার মার্কিন ডলার) দিতে বলা হয়েছে। ২০ বছর আগে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী, ওই মা তার ছেলেদের উপার্জনের ৬০ শতাংশ দাবি করেন। বয়স হয়ে যাওয়ায় ছেলেরা মায়ের দেখাশোনা না করে বরং বান্ধবীদের দিয়ে উকিল নোটিস পাঠিয়ে তা প্রত্যাখ্যান করে। -এএফপি সাজা ঘোষণা আজ ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সাজা ঘোষণা পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় তিনি ইতোমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে। প্রথমে বুধবার করা হলেও পরে বিচারক তা পরিবর্তন করেন। এজলাসে ঢুকেই বিচারক শিবপাল সিং জানান, আজ (বুধবার) সাজা ঘোষণা হচ্ছে না। আদালতের দুজন কর্মচারীরর মৃত্যুতে দুপুর থেকে ছুটি থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। -ইন্ডিয়া টুডে
×