ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুসলিমবিরোধী পোস্ট

ডানপন্থী জার্মান নেত্রীকে পুলিশের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৩:৫৭, ৩ জানুয়ারি ২০১৮

ডানপন্থী জার্মান নেত্রীকে পুলিশের জিজ্ঞাসাবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমবিদ্বেষী বার্তা পোস্ট করায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন জার্মানির বিরোধীদলীয় ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) পার্টির ডেপুটি লিডার বিয়াট্রিক্স ভন স্টর্চ। সোমবার ভন স্টর্চের বিরুদ্ধে মুসলিমবিদ্বেষী টুইটের অভিযোগ উঠে। কোলন পুলিশ স্টর্চকে আরবী ভাষায় মুসলিম পুরুষরা বর্বর এবং মুসলিম সেনারা গণধর্ষণকারী এই মর্মে টুইট বার্তা পাঠিয়ে ঘৃণা ছড়ানোর দায়ে অভিযুক্ত করে। বার্তাটি আরবী ছাড়াও ইংরেজি, ফরাসি এবং জার্মানসহ অন্যান্য ভাষায় টুইট করা হয়। -গার্ডিয়ান
×