ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বছরের শুরুতে বিভ্রাটে হোয়াটসএ্যাপ

প্রকাশিত: ০৬:০৭, ২ জানুয়ারি ২০১৮

বছরের শুরুতে বিভ্রাটে হোয়াটসএ্যাপ

নতুন বছরের শুরুতেই বিশ্বজুড়ে বিভ্রাটের মধ্যে পড়েছে মেসেঞ্জার এ্যাপ হোয়াটসএ্যাপ। সমস্যা সমাধানের আগে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল এ্যাপটির সেবা। মধ্যরাতে নতুন বছর শুরুর পরপরই এই বিভ্রাট দেখা দেয় বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ই-মেইলে এক বিবৃতিতে হোয়াটসএ্যাপের মুখপাত্র বলেন, ‘বিশ্বজুড়ে হোয়াটসএ্যাপ গ্রাহকরা আজকে সংক্ষিপ্ত সময়ের জন্য বিভ্রাটের শিকার হয়েছেন, যা এখন ঠিক করা হয়েছে। প্রায় এক ঘণ্টা দীর্ঘস্থায়ী এই বিভ্রাট তাৎক্ষণিকভাবে শণাক্ত করা যায়নি।’ হোয়াটসএ্যাপের সবেচেয়ে বড় বাজার হলো ভারত। দেশটিতে প্রায় ২০ কোটি গ্রাহক রয়েছে এ্যাপটির। মধ্যরাতে হোয়াটএ্যাপ সেবা নিয়ে অভিযোগ করেন দেশটির গ্রাহকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অন্যান্য দেশের গ্রাহকরাও অভিযোগ জানিয়েছেন। ২০১৭ সালে হোয়াটসএ্যাপে আরও কয়েকবার এমন সমস্যা দেখা গেছে। এর মধ্যে মে মাসে কয়েক ঘণ্টা ধরে এমন সমস্যা ছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×