ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মাছরাঙায় নতুন ধারাবাহিক ‘ঘরে বাইরে’

প্রকাশিত: ০৫:৫১, ২ জানুয়ারি ২০১৮

মাছরাঙায় নতুন ধারাবাহিক ‘ঘরে বাইরে’

সংস্কৃতি ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই ‘ঘরে বাইরে’ নামে নতুন ধারাবাহিক নাটক নিয়ে আসছে মাছরাঙা টেলিভিশন। মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় নির্মিত হয়েছে ধারাবাহিক ‘ঘরে বাইরে’। নতুন বছরের প্রথম দিন থেকেই নাটকটির প্রচার শুরু হয়েছে। সপ্তাহে প্রতি রবি ও সোমবার সন্ধ্যা ৭-৩৫ মিনিটে নাটকটি প্রচার হচ্ছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, মম, নাঈম, মৌসুমী হামিদ, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান, রাইসুল ইসলাম আসাদ, শর্মিলী আহমেদ, সাবেরী আলমসহ আরও অনেকে। নানা রকম সুখ-দুঃখ, সংকট, সংশয়, টানাপোড়েন আর সংগ্রামের মধ্য দিয়ে যায় মানুষের জীবন। কখনও কখনও চেনা যায় না সত্যিকারের কাছের মানুষ। সকলেরই আকাক্সক্ষা একটি সুন্দর পারিবারিক ও সামাজিক জীবন। ঘরে-বাইরে বহুমুখী সমস্যার মধ্যেও মানুষ ভালবাসে, নতুন স্বপ্নে জেগে ওঠে। খুঁজে বেড়ায় সুখের ঠিকানা। চারপাশে ছড়িয়ে থাকা এমন হাজারো মানুষ ও পরিবারের মতো একটি পরিবারের গল্প নিয়ে ‘ঘরে বাইরে’ নাটকটি নির্মিত হয়েছে বলে জানা গেছে।
×