ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন বছরে প্রবৃদ্ধি ধরে রাখবে পুঁজিবাজার ॥ মাজেদুর রহমান

প্রকাশিত: ০৫:২১, ১ জানুয়ারি ২০১৮

নতুন বছরে প্রবৃদ্ধি ধরে রাখবে পুঁজিবাজার ॥ মাজেদুর রহমান

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন বছর ২০১৮ সালে শেয়ারবাজারের টেকসই প্রবৃদ্ধি ধরে রেখে সামনে এগিয়ে নেয়াই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান। যা শেয়ারবাজার সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা ও বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসকে পুঁজি করে এই লক্ষ্য অর্জন করা হবে। কে এ এম মাজেদুর রহমান বলেন, দীর্ঘ সময় পেরিয়ে ২০১৭ সালে দেশের শেয়ারবাজার এক নতুন মাত্রায় পৌঁছছে। এরই ধারাবাহিকতায় নতুন বছরে শেয়ারবাজারের টেকসই প্রবৃদ্ধি ধরে রেখে সামনে এগিয়ে নেয়াই হবে। এই অগ্রসরমাণ বাজারের গতিশীলতা ধরে রাখতে এবং সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শেয়ারবাজার একটি বড় মাধ্যম হতে পারে। তিনি জানান, বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ অবকাঠামো খাত উন্নয়নে শেয়ারবাজারকে কাজে লাগাচ্ছে। বাংলাদেশেও একই ধরনের উদ্যোগ নেয়া হলে অর্থনীতির নতুন মাইলফলক সৃষ্টি করা সম্ভব। তিনি আরও জানান, ২০১৭ সালে শেয়ারবাজারে দুই একবার সাময়িক দরপতন দেখা দিলেও বাকি সময় গতিশীলতার মধ্যেই কেটেছে। এ সময় বাজারের লেনদেন, মূল্যসূচক এবং বাজারমূলধনসহ সবদিক থেকেই রেকর্ড করে নতুন উচ্চতায় অবস্থান করে।
×