ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসার চেষ্টা প্রতিহত করা হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৪, ৩১ ডিসেম্বর ২০১৭

অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসার চেষ্টা প্রতিহত করা হবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেবার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অসাংবিধানিক পন্থায় কেউ ক্ষমতায় আসতে চাইলে যে কোন মূল্যে জনগণ তা প্রতিহত করবে। আওয়ামী লীগসহ ১৪ দল মাঠে থাকবে। জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সরকার সংবিধানের বাইরে যাবে না। তিনি শনিবার দুপুরের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আইডিইবি, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নওশের আহমেদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, আইডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুর রহমান। পরে মন্ত্রী শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম. মনসুর আলী সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, প্রকল্প পরিচালক ডাঃ বাকির হোসেন, পিডব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিমসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ সরকারী কলেজের শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন মোহাম্মদ নাসিম খালেদা জিয়ার ন্যায়বিচারের কথা উল্লেখ করে বলেছেন, ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা ২১ আাগস্ট হত্যাকা-সহ ২১ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, গুম, নির্যাতন করা হয়েছে। কোন বিচার তারা করেননি। তখন কোথায় ছিল তার ন্যায়বিচার- প্রশ্ন মোহাম্মদ নাসিমের। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী বছর বিজয়ের মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন এমপি-মন্ত্রী বানানোর নির্বাচন নয়। এটি হবে মুক্তিযুদ্ধের চেতনা বাঁচানোর নির্বাচন। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ মুক্তিযোদ্ধা-স্বাধীনতার চেতনা বিরোধীদের হাতে চলে যাবে। খালেদা প্রতিহিংসার রাজনীতি করেন, এরা ক্ষমতায় এলে সকল উন্নয়ন বন্ধ হয়ে যাবে। সকল অর্জন নষ্ট হয়ে যাবে।
×