ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় পুলিশের এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় আটক এক

প্রকাশিত: ০৬:২৩, ২৭ ডিসেম্বর ২০১৭

চুয়াডাঙ্গায় পুলিশের এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় আটক এক

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৬ ডিসেম্বর ॥ চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ওহিদ হোসেনকে কুপিয়ে জখম করেছে একদল যুবক। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে শহরের দক্ষিণ গোরস্থান পাড়ার বুদোর ছেলে মিন্টুকে পুলিশ আটক করেছে। আহত এসআই ওহিদ ও আটক মিন্টুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও পুলিশী কাজে বাঁধা প্রদানের অভিযোগে মিন্টুসহ ৯ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় দুটি মামলা দায়ের করেছে। জানা গেছে, রবিবার রাতে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া ও হকপাড়ার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ওহিদ হোসেন মোটরসাইকেলযোগে সঙ্গীয় ফোর্স নিয়ে ফার্মপাড়ার কদমতলা নামক স্থানে টহলে যায়। সেখানে দেশীয় অস্ত্রসহ একদল যুবককে দেখে থামতে বলে। তখন তাদের হাতে থাকা ধারালো অস্ত্র (দা) দিয়ে এসআই ওহিদকে পিঠে কোপ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কনস্টেবল রিপন মিন্টু নামে একজনকে জাপটে ধরে।
×