ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়াতা কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালককে জরিমানা

প্রকাশিত: ০৫:১৫, ২৭ ডিসেম্বর ২০১৭

ওয়াতা কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালককে জরিমানা

মূল্য সংবেদনশীল তথ্য গোপনের অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াতা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ নজরুল ইসলামকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৬২১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা যায়, ওয়াতা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং আবু সাদাত মোঃ সায়েম নামে এক বিনিয়োগকারী ২০১১ সালের ১৬ জানুয়ারি বন্ধ কোম্পানিটি চালু করার লক্ষ্যে অর্থায়নের জন্য শর্ত সাপেক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন এবং কোম্পানিটি চালু করেন। এটি মূল্য সংবেদনশীল তথ্য হলেও তখন প্রকাশ করা হয়নি। যা সিকিউরিটিজ আইন লঙ্ঘন। উক্ত আইন লঙ্ঘের অপরাধে মোঃ নজরুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। -অর্থনৈতিক রিপোর্টার
×