ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ই-টেন্ডারে এক লাখ ২২ হাজার কোটি টাকার কার্যাদেশ

প্রকাশিত: ০৬:২৯, ২৬ ডিসেম্বর ২০১৭

ই-টেন্ডারে এক লাখ ২২ হাজার কোটি টাকার কার্যাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রস্তাব, মূল্যায়ন চুক্তি ব্যবস্থাপনা, ই-পেমেন্টসহ সরকারী প্রকল্পের দরপত্রের সব কাজই হচ্ছে অনলাইনে। এতে দরপত্র জমা দেয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ জটিলতা কমেছে। সরকারের সাশ্রয় হচ্ছে ৫ থেমে ১৫ শতাংশ অর্থ। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতির ঠিকঠাক বাস্তবায়নে উন্নয়ন কাজে সুশাসন নিশ্চিত হবে। মিলবে দীর্ঘমেয়াদী সুফল। সরকারী কাজের দরপত্র নিয়ে মারামারি-সংঘাত, সংঘর্ষ। একটা সময় পত্রিকার পাতার এমন নিয়মিত খবর এখন অনেকটাই খুঁজে পাওয়া ভার। এই দৃশ্যপট পাল্টে দিয়েছে সরকারের ই-টেন্ডার কার্যক্রম। এ পর্যন্ত ৫৩টি মন্ত্রণালয় অনলাইন দরপত্র কার্যক্রমে যুক্ত হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে এক হাজার ১৮৬টি। আর ১ লাখ ৩৩ হাজার ৮৮৪টি দরপত্রের মাধ্যমে এক লাখ ২২ হাজার ৫২৯ কোটি টাকার কার্যাদেশ দেয়া হয়েছে। অবশ্য শুরুতে খুব একটা সাফল্য আসেনি সরকারের এই উদ্যোগের। সরকারী চারটি সংস্থার হাত ধরে, ২০১১ সালে যাত্রা ই-টেন্ডার কার্যক্রমের। কয়েক বছরের ব্যবধানেই পাল্টেছে এ দৃশ্যপটও। এখন প্রায় প্রতিটি সংস্থা ও প্রতিষ্ঠানের দরপত্র জায়গা করে নিয়েছে অনলাইনে। বেড়েছে ব্যাংক, ঠিকাদারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগীদের আনাগোনাও। সেই সঙ্গে বেড়েছে প্রতিটি দরপত্রে অংশ গ্রহণের সংখ্যাও।
×