ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে ধান পাহারা দিতে গিয়ে আগুনে পুড়ে নাতি অঙ্গার

প্রকাশিত: ০৭:২৯, ২৫ ডিসেম্বর ২০১৭

শ্রীপুরে ধান পাহারা দিতে গিয়ে আগুনে পুড়ে নাতি অঙ্গার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে জমির ধান পাহারা দিতে গিয়ে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে পুড়ে এক স্কুলছাত্র অঙ্গার, আহত হয়েছেন নানা হযরত আলী (৬০)। পৌরসভার সূতাপাড়া গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম হাসিবুর রহমান সায়ক (৮)। সে সূতাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং স্থানীয় বেকশ্বহরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। জানা গেছে, হযরত আলীর মেয়ে ফজিলা বেগমের জমির ধান ক’দিন ধরেই কেটে বাড়ির পাশে মজুদ করা হচ্ছিল। কাটা ধান পাহারা দেয়ার জন্য জমির এক পাশে খড় দিয়ে অস্থায়ী ঘর বানিয়ে তাতে রাত কাটাত পরিবারের লোকজন। প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যায়ও মশার কয়েল জ¦ালিয়ে নাতি সায়ককে নিয়ে নানা হযরত আলী ওই ঘরে ঘুমাতে যান। রাত সাড়ে সাতটার দিকে হঠাৎ কয়েল থেকে ঘরে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে খড়ের চালা ও বেড়া পুড়ে ভেঙ্গে পড়ে ঘুমন্ত নানা নাতির ওপর। তারা দুজনই খড়ের নিচে চাপা পড়ে। নানা হযরত আলী কোনক্রমে দৌড়ে ঘর থেকে বের হতে পারলেও নাতি সায়ক পুড়ে অঙ্গার হয়ে যায়। স্থানীয় লোকজন পরে খড়ের ছাইয়ের নিচ থেকে সায়কের পোড়া দেহ বের করে। আহত হযরত আলীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
×