ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অটোবাইক এ্যাম্বুলেন্স ॥ বউ জামাই মেলা

প্রকাশিত: ০৬:৩২, ২৩ ডিসেম্বর ২০১৭

অটোবাইক এ্যাম্বুলেন্স ॥ বউ জামাই মেলা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অসহায় দারিদ্র্য পরিবারের কোন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে রোগী পরিবহনে অটোবাইক এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে কিশোরীগঞ্জ উপজেলার রনচন্ডী পরিষদ। এতে পরিবহনে ওই রোগীর কোন খরচ নেবে না ইউনিয়ন পরিষদ। শুক্রবার সকালে এই অটোবাইক এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মেহেদী হাসান, রণচন্ডি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান ইউপি সচিব, সকল ইউপি সদস্যবৃন্দসহ এলাকাবাসী প্রমুখ। বউ জামাই মেলা নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২২ ডিসেম্বর ॥ দ্বিতীয় বারের মতো জমে উঠেছে বউ-জামাই মেলা। জামাই এসে বড় বড় মাছ কিনে নিয়ে যাবে শ্বশুর বাড়ি। দুপুরে খেয়ে বিকেলে আবার যাবেন পিঠা মেলায়। শুক্রবার বেলা ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। স্থানীয় বউ-জামাই মেলা উদযাপন পরিষদের আয়োজনে মৎস্য মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। পিঠা মেলায় স্টল রয়েছে প্রায় ৫০টি। একই মাঠে বিকেলে বসবে পিঠা মেলাও। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য বিনা টিকিটে খোলা থাকছে পুরো আয়োজন। বিনোদনের জন্য বাড়তি আয়োজন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় মাছ ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে বড় বড় মাছ এনেছেন মেলায়।
×