ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান কাপ, জুভেন্টাস ২-০ জেনোয়া, আটালান্টা ২-১ সাসৌলো, তোরিনো ২-১ রোমা

শেষ আটে জুভেন্টাস

প্রকাশিত: ০৫:৩৬, ২২ ডিসেম্বর ২০১৭

শেষ আটে জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জুভেন্টাস। বুধবার শেষ ষোলোর লড়াইয়ে তারা ২-০ গোলে হারায় জেনোয়াকে। আর তাতেই টুর্নামেন্টের শেষ আটের টিকেট নিশ্চিত হয় তাদের। এর ফলে কোয়ার্টার ফাইনালেই ডার্বি দেখার সুযোগ পাচ্ছে ফুটবলপ্রেমীরা। পরের রাউন্ডে তোরিনোর মুখোমুখি হবে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। বুধবার নিজেদের মাঠে জেনোয়াকে আতিথ্য দেয় জুভেন্টাস। নিজেদের সমর্থকদের সামনে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে স্বাগতিকরা। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪২ মিনিট পর্যন্ত। গোল খরায় ভুগতে থাকা পাওলো দিবালাই এদিন প্রথম এগিয়ে দেন জুভেন্টাসকে। গত একমাস ধরেই নিষ্প্রভ দিবালা। মৌসুমের শুরুটা দারুণভাবে করলেও হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেন জুভেন্টাসের এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ইতালিয়ান সিরি’এ লীগে শেষ চার ম্যাচে গোল বঞ্চিত থাকেন তিনি। যে কারণে শেষ দুই ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখেন এ্যালেগ্রি। তবে জেনোয়ার বিপক্ষে ম্যাচে প্রথম একাদশেই জায়গা দেন দিবালাকে। দারুণ এক গোল করে কোচের আস্থার প্রতিদান দিতেও ভুল করেননি তিনি। তার গোলেই এদিন এগিয়ে থেকে বিরতিতে যায় সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে জুভারা। আবারও গোল করেন জুভেন্টাসের আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েইন। ৭৬ মিনিটে হিগুয়েইন গোল করলেই ২-০ ব্যবধানের অনায়াস জয় নিয়ে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। জয়ের পর সন্তুষ্ট জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েইন। সেই সঙ্গে তার স্বদেশী সতীর্থ দিবালার গোল পাওয়াটাকেও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন তিনি। আমার কাছে এটা খুব বেশি বলেই মনে হয়। তবে আমার বিশ্বাস এই গোলেই সে নিজেকে ফিরে পাওয়ার আত্মবিশ্বাস খুঁজে পাবে।’ ইতালিয়ান কাপের শেষ ষোলোর অন্য ম্যাচে তোরিনো ২-১ গোলে পরাজিত করে শক্তিশালী রোমাকে। তাও আবার রোমারই মাঠে। এছাড়া আরেক ম্যাচে আটালান্টাও একই ব্যবধানে সাসৌলোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে।
×