ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ও ইইউ মিয়ানমারে আটক দুই সাংবাদিককেমুক্তি দিন

প্রকাশিত: ০৫:২১, ২১ ডিসেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্র ও ইইউ মিয়ানমারে আটক দুই সাংবাদিককেমুক্তি দিন

এক আন্তর্জাতিক সংবাদ প্রতিষ্ঠানে কর্মরত মিয়ানমারের দুই গ্রেফতারকৃত সাংবাদিককে অবিলম্বে মুক্তি দেয়া উচিত বলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মঙ্গলবার দাবি করেছে। গত সপ্তাহে গ্রেফতার হওয়ার পর এ দুই সাংবাদিক সম্পর্কে কিছু শোনা যাচ্ছিল না। খবর এএফপির। রয়টারের রিপোর্টার ওয়া লোন (৩১) ও কিয়াও যোয়ি উকে (২৭) আটক করা হলে মিয়ানমারে সংবাদ মাধ্যমের স্বাধীনতার খর্ব হওয়ার বিষয়ে আশঙ্কা ছড়িয়ে পড়ে। সুচির বেসামরিক সরকার মানবাধিকার অপব্যবহারের জন্য ক্রমবর্ধমানভাবে বিশ্বের চাপের সম্মুখীন হয়েছে। এ দুই সাংবাদিকের বিরুদ্ধে ঔপনিবেশিক যুগের অফিসিয়াল সিক্রেট এ্যাক্টের অধীন রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী সম্পৃক্ত দলিল হস্তগত করার অভিযোগ আনা হয়েছে। এ রাখাইন রাজ্যে মুসলিমদের ওপর সামরিক বাহিনীর বিরুদ্ধে নিষ্ঠুরতা চালানোর অভিযোগ রয়েছে। দুই সাংবাদিককে কোথায় রাখা হয়েছে এ বিষয়ে তাদের পরিবার আইনজীবী ও আন্তর্জাতিক সংস্থাটির সহকর্মীদের কিছুই জানানো হয়নি অথবা সাংবাদিকদের সঙ্গে তাদের যোগাযোগ করতে দেয়া হয়নি।
×