ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে পিটিশন দেয়া সাময়িক বন্ধ হচ্ছে

প্রকাশিত: ০৮:১৯, ২০ ডিসেম্বর ২০১৭

হোয়াইট হাউসে পিটিশন দেয়া সাময়িক বন্ধ হচ্ছে

জনকণ্ঠ ডেস্ক ॥ হোয়াইট হাউস বলেছে বিভিন্ন বিষয়ে জনসাধারণের পিটিশন করার জন্য তাদের যে ওয়েবসাইট আছে তা মঙ্গলবার রাত থেকে তা বন্ধ করে দেয়া হবে। তার জায়গায় নতুন সাইট চালু করা হবে জানুয়ারির শেষে। খবর বিবিসির। ২০১১ সালে বারাক ওবামা ডিজিটাল প্ল্যাটফর্মে গণতন্ত্রকে সমুন্নত রাখতে ‘উই দ্য পিপল্’ নামে এই ওয়েবসাইটটি চালু করেছিল। ওয়েবসাইটটি চালু করার সময় প্রতিশ্রুতি দেয়া হয়েছিল এক লাখের বেশি স্বাক্ষর সম্বলিত সব পিটিশন বা আবেদনের উত্তর দেয়া হবে। কিন্তু এ বছরের জানুয়ারি মাস থেকে ট্রাম্প প্রশাসন কোন আবেদনেই সাড়া দেয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, তারা এটা বদলে নতুন যে প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে তা অনেক কম খরচে চালানো যাবে। এতে করদাতাদের রাজস্ব তহবিল থেকে বছরে দশ লাখ ডলার বাঁচানো যাবে।
×