ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইইউবিএটির এ্যালামনাই রিইউনিয়ন

প্রকাশিত: ০৬:২৪, ২০ ডিসেম্বর ২০১৭

আইইউবিএটির এ্যালামনাই রিইউনিয়ন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রথমবারের মতো সম্পন্ন হলো এ্যালামনাই রিইউনিয়ন-২০১৭। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে কলেজ আব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজির চেয়ার প্রফেসর ড. মনিরুল ইসলাম, রেজিস্ট্রার ড. আব্দুল জব্বার ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ার প্রফেসর ড. শরিফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব এ্যালামনাইদেরকে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন এবং তাদের বর্তমান কর্মস্থল সম্পর্কে খোঁজখবর নেন। এ্যালামনাইদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাল্টিসিস্টেম কোম্পানি লিমিটেডের ডিরেক্টর নাফিস রহমান, অডেসি গাঁট প্রাইভেট কোম্পানির ইলেক্ট্রোমেকানিক্যাল বিভাগের হেড রেদওয়ানুল ইসলাম এবং ক্যাপ্টেন বারিস্তার ম্যানেজিং ডিরেক্টর জাহিদ আহমেদ দিপু। -বিজ্ঞপ্তি।
×