ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্নায়ুযুদ্ধকালীন মানসিকতা ॥ চীন

প্রকাশিত: ০৫:৪৫, ২০ ডিসেম্বর ২০১৭

স্নায়ুযুদ্ধকালীন মানসিকতা ॥ চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম জাতীয় নিরাপত্তা কৌশলের তীব্র সমালোচনা করেছে চীন। এ কৌশলে ঘোষণা করা হয়েছে, মার্কিন শক্তিকে চ্যালেঞ্জ জানাতে চীন দৃঢ়প্রতিজ্ঞ। মঙ্গলবার চীনের তীব্র সমালোচনা করে বলছে, ওয়াশিংটনের উচিত পুরনো ‘স্নায়ুযুদ্ধকালীন মানসিকতার পরিবর্তন করা।’ খবর এএফপির। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হুয়া চুনিং নিয়মিত নিউজ ব্রিফিংকালে বলেন, যে কোন দেশ কিংবা যে কোন রিপোর্টে যখন সত্যকে বিকৃত করা হয় তখন তাতে কোন লাভ হয় না। ‘আইএস এখনও বিশ্বের জন্য হুমকি’ ইরাকে ২০১৭ সালে ইসলামিক স্টেট (আইএস)- কে ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। ইরাক ও সিরিয়ায় স্বঘোষিত ‘খিলাফতে’র প্রায় পুরোটাই তাদের হাতছাড়া হয়ে গেছে। তা সত্ত্বেও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আইএস এখনও বিশ্বের জন্য হুমকি। -এএফপি
×