ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবহাওয়ার পূর্বাভাসের নতুন পদ্ধতি

প্রকাশিত: ০৫:২১, ২০ ডিসেম্বর ২০১৭

আবহাওয়ার পূর্বাভাসের নতুন পদ্ধতি

যুক্তরাজ্য ও ইউরোপের আবহাওয়ার বৈচিত্র্য নিয়ে নিখুঁত পূর্বাভাস দিতে নতুন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন গবেষকরা। তারা মার্চ-এপ্রিলে উত্তর আটলান্টিক মহাসাগরের উপরিভাগের তাপমাত্রার সঙ্গে পরবর্তী গ্রীষ্ণের বৃষ্টি ও সূর্যের আলোর সম্পর্ক খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীরা বলেন, এই পদ্ধতি ব্যবহার করে কৃষি, পর্যটন ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সম্ভব হবে। ব্রিটেনের বিজ্ঞানবিষয়ক জার্নাল পিএনএএসে গবেষণাপত্রটি ছাপা হয়েছে। বিজ্ঞানীরা শীতকালীন আবহাওয়ার ধরন কী হবে, তা দিয়ে দীর্ঘস্থায়ী পূর্বাভাস দিতে বছরের পর বছর ধরে চেষ্টা করে আসছেন। গ্রীষ্ণের জন্য যথার্থ মৌসুমি পূর্বাভাস দেয়ার কাজ বহুদিন ধরেই চলছিল। রিডিং বিশ্ববিদ্যালয়ের জাতীয় বায়ুমন্ডলীয় গবেষণা কেন্দ্রের (এনসিএআর) বিজ্ঞানীরা নতুন এই গবেষণাটি করেছেন। তারা জানিয়েছেন, উত্তর আটলান্টিক মহাসাগরে বসন্তকালীন তাপমাত্রা একটু ব্যতিক্রমী। তবে এই তাপমাত্রার সঙ্গে বায়ুমন্ডল এবং ট্রপোম-লের ওপরে জুলাই ও আগস্টের পরে ভেসে থাকা জোরালোভাবে বয়ে চলা বাতাসের একটা মিল আছে। গবেষণামূলক প্রবন্ধের প্রধান লেখক ড. আলবার্ট ওসো বলেন, কানাডার নিউফাউন্ডল্যান্ডের পূর্বাঞ্চলে বসন্তের সময়ে সমুদ্র উপরিভাগের তাপমাত্রার সঙ্গে ট্রপোম-লের বাতাস ও যুক্তরাজ্যের আবহাওয়ার সঙ্গে মিল আছে। আমরা এখানে পূর্বাভাস দেয়ার পদ্ধতি খুঁজে পেয়েছি। -বিবিসি অনলাইন।
×