ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক মুক্তিযোদ্ধার খেদোক্তি

মৃত্যুর পর আমাকে যেন রাষ্ট্রীয় মর্যাদা দেয়া না হয়

প্রকাশিত: ০৬:১৪, ১৮ ডিসেম্বর ২০১৭

মৃত্যুর পর আমাকে যেন রাষ্ট্রীয় মর্যাদা দেয়া না হয়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ ডিসেম্বর ॥ একাত্তরে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। পাকবাহিনী ও তাদের দোসরদের নাস্তানাবুদ করে উড়িয়েছেন বিজয় কেতন। তবে স্বাধীনতার চার দশক পর এই বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হাবিবুল্লাহ রানা হতাশা ও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেছেন তার মৃত্যুর পর যেন তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া না হয়। কারণ ব্যাখ্যা করে হাবিবুল্লাহ জানান, ১৯৭১ সালে আমার নেতৃত্বে কলাপাড়া থানা ভবন বর্তমান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, এ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, সাংবাদিক নির্মল রক্ষিত, প্রয়াত রবীন্দ্র হালদারের সমন্বয়ে যুদ্ধ করে ম্ক্তু করা হয়। ভাট্টি জাহাজ দখলে বীরত্বের পরিচয় দিয়েছিলাম। পাকিস্তানী হানাদারদের নাস্তানাবুদ করেছিলাম।
×