ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হলিউডে যৌন হয়রানি রোধে এ্যানিটা হিলের নেতৃত্বে কমিশন

প্রকাশিত: ০৫:২৮, ১৮ ডিসেম্বর ২০১৭

হলিউডে যৌন হয়রানি রোধে এ্যানিটা হিলের নেতৃত্বে কমিশন

যুক্তরাষ্ট্রের বিনোদন ও গণমাধ্যম শিল্পে যৌন হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের প্রধান হচ্ছেন আইনজীবী ও বিশেষজ্ঞ এ্যানিটা হিল। শুক্রবার এক ঘোষণা দিয়ে এ কমিশন গঠন করা হয়। খবর বিবিসির। ‘দ্য কমিশন অন সেক্সুয়াল হ্যারাসমেন্ট এ্যান্ড এডভান্সিং ইকুয়ালিটি ইন দ্য ওয়ার্কপ্লেস’ নামে গঠিত কমিটি প্রথম বৈঠকে বিনোদন জগতে যৌন হয়রানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্টার ওয়ারসের প্রযোজক ক্যাথলিন কেনেডিও এই কমিশনে রয়েছেন। তিনি নারী নির্বাহী হিসেবে কর্মরত। এই কমিশন ২০১৮সালে আবার বৈঠকে বসবে। কমিশনটি গঠন করা হয়েছে মূলত হলিউডে নারী অভিনেত্রীদের বেশ কয়েকজনের যৌন নির্যাতনের কথা প্রকাশ করার পর। কমিশনে অপর সদস্যরা হলেন ক্যাথলিন কেনেডি, নাইক কো-চেয়ার মারিয়া ইটেল, আইনজীবী নিনা শো ও ভেনচার ক্যাপিটালিস্ট ফ্রিয়াদা কাপোর ক্লেইন। প্রথম বৈঠকেই বিনোদন জগতের ব্যবসায় যুক্ত নেতারা যোগ দেন।
×