ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও ও জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৩:৫৮, ১৭ ডিসেম্বর ২০১৭

ঠাকুরগাঁও ও জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই কার্যক্রম শুরু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ও জয়পুরহাট ॥ জেলার একমাত্র ভারি শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস লিঃ। দীর্ঘ দিনেও লাভের মুখ না দেখলেও আবারও লোকসানের বোঝা মাথায় নিয়ে শুক্রবার চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছেন, আমরা আগের চেয়ে অনেকাংশেই লোকসান কাটিয়ে উঠেছি। মিলটি আধুনিকায়ন করা হলেই আর লোকসান গুণতে হবে না। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সুগার মিলের ডোঙ্গায় আখ ফেলে ৬০তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। মিল চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা প্রমুখ। এদিকে গত শুক্রবার জয়পুরহাট চিনিকলের ২০১৭-১৮ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জয়পুরহাটের সাবেক এমপি ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ আওয়ামী লীগ নেতা ও আখচাষী আব্বাস আলী ম-ল। ৫৫তম আখ মাড়াই মৌসুমে এবারের চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮শ’ ৫০ মেঃ টন। ৬৫ হাজার টন আখ মাড়াই করে এই উৎপাদন করা হবে বলে চিনিকল সূত্র জানিয়েছে। এবারে চিনি আহরণের হার নির্ধারণ করা হয়েছে শতকরা ৭.৫০ ভাগ। গত ২০১৬-১৭ আখ মাড়াই মৌসুমে ৫৫ হাজার ৬২ টন আখ মাড়াই করে ৩ হাজার ৯শ’ ১৮ মেঃ টন চিনি উৎপাদন করা হয়েছিল। যার মধ্যে বর্তমানে ১৫ কোটি টাকা মূল্যের ২ হাজার ৫শ’ মেঃ টন চিনি এখনও অবিক্রিত রয়েছে।
×