ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিতে ইউক্রেনের প্রতি আহ্বান

প্রকাশিত: ০৪:২৬, ১৫ ডিসেম্বর ২০১৭

ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিতে ইউক্রেনের প্রতি আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিতে ইউক্রেনের প্রতি আহ্বান আর্জেন্টিনায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের একাদশ সভায় (এমসি-১১) যোগ দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে ইউক্রেন বাংলাদেশের পণ্য রফতানির ক্ষেত্রে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিতে পারে। তিনি বলেন, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ফলে উভয় দেশের মধ্যে এ বাণিজ্য সুবিধা কাজে লাগানোর সুযোগ এসেছে। বাণিজ্যমন্ত্রী গত ১২ ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে এমসি-১১ তে যোগদানরত ইউক্রেনের প্রথম ভাইস প্রাইম মিনিস্টার এ্যান্ড মিনিস্টার অব ইকোনমিক ডেভেলপমেন্ট স্টেপেন কুভিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ সরকার দেশী-বিদেশী বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে। ইউক্রেনের বিনিয়োগকারীরা বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করলে লাভবান হবেন। জাহাজ নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুত ও জ্বালানিসহ যেকোন খাতে ইউক্রেনের বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
×