ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছুটিতে যাচ্ছেন লরেন্স

প্রকাশিত: ০৭:০৭, ১৪ ডিসেম্বর ২০১৭

ছুটিতে যাচ্ছেন লরেন্স

হলিউডে বিরতি দিয়ে বেশ বড়সড় ছুটিতেই যাচ্ছেন তিনি। মাঝের সময়টিতে কী করবেন তাও ঠিক করে ফেলেছেন। মনোনিবেশ করবেন দুগ্ধ খামারে। সেখানে বেশ কিছু ছাগল পালন করবেন বলে পরিকল্পনা তার। তাঁর প্রথম উল্লেখযোগ্য অভিনয় ছিল দ্য বিং ইংভাল শো নামের একটি সিটকমে। এরপরে তিনি ২০০৮ সালে দ্য বার্নিং প্লেইন এবং ২০১০ সালে উইনটারস বোন নামের দুটি চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্র দুটিতে অভিনয়ের জন্য তিনি এ্যাকাডেমি এ্যাওয়ার্ড ফর বেস্ট এ্যাক্ট্রেস পুরস্কারের মনোয়ন লাভ করেন। তিনি ছিলেন এই পুরস্কারের মনোয়ন পাওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি। ২২ বছর বয়সে লরেন্স টিফ্যানি ম্যক্সওয়েলের নির্দেশনায় একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্র সিলভার লিঙিস প্লেবুক-এ অভিনয় করেন। এই অভিনয়ের জন্যে তিনি দর্শকজনপ্রিয়তা এবং কয়েকটি পুরস্কার লাভ করেন। পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য ছিল গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড ফর বেস্ট এ্যাক্ট্রেস এবং এ্যাওয়ার্ড ফর বেস্ট এ্যাক্ট্রেস। এই পুরস্কার জয়ের মাধ্যমে তিনি অস্কারে দ্বিতীয় সর্বকনিষ্ঠ সেরা অভিনেত্রীর খেতাব লাভ করেন। ২০১৩ সালে কমেডি ড্রামা এ্যামেরিকান হাসেল-এ অভিনয়ের জন্য লরেন্স গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা এ্যাওয়ার্ড এবং তৃতীয়বারের মতো এ্যাকাডেমি পুরস্কার জয় করেন। ফোর্বস ম্যাগাজিনের তৈরি তালিকা অনুযায়ী জেনিফার লরেন্স ২০১৫ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। ২০১০ সাল থেকে টানা কাজ করে যাওয়া ২৭ বছর বয়সী লরেন্স সাম্প্রতিক সময়ে এক সাক্ষাতকারে বলেন, একটা সুন্দর সাধারণ জীবন-যাপন করতে চাই। অবসর সময়ে ফার্ম প্রতিষ্ঠা করব। যেখানে দুগ্ধবতী ছাগল থাকবে। পাশাপাশি তিনি সাংগঠনিক বিভিন্ন কাজেও সময় দিতে চান। অচিরেই ছুটিতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘দ্য হাঙ্গার গেম’ সিরিজ, ‘সিলভার লাইনিং প্লে বুক’ এবং ‘প্যাসেঞ্জার’র মতো সুপার হিট ছবি উপহার দিয়েছেন জেনিফার লরেন্স। তবে কঠিন চিত্রনাট্যের কারণে সবশেষ ছবি ‘মাদার’ খানিকটা সমালোচিত হয়েছে। আনন্দকণ্ঠ ডেস্ক
×