ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যাশনলজি সামিট

প্রকাশিত: ০৫:৩৯, ১২ ডিসেম্বর ২০১৭

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যাশনলজি সামিট

প্রযুক্তি, উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে বস্ত্র ও ফ্যাশন শিল্পের বর্তমান এবং ভবিষ্যতের মাঝে সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশে ফ্যাশনলজি সামিট। আগামী ১২ ফেব্রুয়ারি ২০১৮ ঢাকায় অনুষ্ঠিতব্য দিনব্যাপী এই আন্তর্জাতিক সামিটের আয়োজক বাংলাদেশ এপারেল এক্সচেঞ্জ (বিএই)। বাংলাদেশে ফ্যাশনলজি সামিটকে প্রযুক্তি, উদ্ভাবন ও ফ্যাশনের সকল স্বরের সঙ্গে সংশ্লিষ্টদের মিলনমেলায় পরিণত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্র্যান্ড, পোশাক ও বস্ত্র প্রস্তুতকারক, প্রযুক্তি ও সফ্টয়্যার নির্মাতা এবং সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসহ পোশাকখাত সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারগণ ফ্যাশনলজি সামিটে অংশগ্রহণ করবেন যেখানে তারা সর্বাধুনিক পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবনসমূহ যা ফ্যাশন শিল্পের আগামীর রূপ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালক করবে এমন বিষয়সমূহ নিয়ে আলোচনার করবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×