ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইনফরমেশন সার্ভিসেসের হিসাব মান লঙ্ঘন

প্রকাশিত: ০৫:৩৩, ১২ ডিসেম্বর ২০১৭

ইনফরমেশন সার্ভিসেসের হিসাব মান লঙ্ঘন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০১৬-১৭ অর্থবছরের আর্থিক হিসাবে বাংলাদেশ হিসাব মান (বিএএস) লঙ্ঘন করা হয়েছে। এর মাধ্যমে মুনাফা ও সম্পদ বেশি দেখানো হয়েছে বলে কোম্পানিটির নিরীক্ষক আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড অপিনিয়ন) করেছেন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির বিভিন্ন দেনাদারের কাছে ২০১৬-১৭ অর্থবছরের শেষে ১০ কোটি ৩৬ লাখ টাকা পাওনা রয়েছে। তবে এই পাওনার মধ্যে কতটাকা কতদিন ধরে বকেয়া রয়েছে, তা প্রকাশ না করার মাধ্যমে ১৯৯৪ সালের কোম্পানি আইন লঙ্ঘন করা হয়েছে। এছাড়া দেনাদারদের কাছ থেকে ২০১৬-১৭ অর্থবছরে নামমাত্র টাকা আদায় সত্ত্বেও ইমপেয়ারম্যান্ট লস দেখানো হয়নি। যাতে মুনাফা ও সম্পদ বেশি দেখানো হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ইনফরমেশন সার্ভিসেস থেকে বিনিয়োগ করা হলেও বিএএস-৩৯ অনুযায়ী তা পরিমাপ করা হয়নি। এছাড়া বিএএস-৫৫ অনুযায়ী, এই বিনিয়োগের বিপরীতে গেইন বা লস দেখানো হয়নি। এছাড়া বিএএস-১২ অনুযায়ী কোম্পানিটিতে ডেফার্ড টেক্স গণনা করা হয়নি। এদিকে বিভিন্ন জনের কাছে ৪৯ কোটি ৪৫ লাখ টাকা পাওনা হিসাবে কয়েক বছর ধরে ইনফরমেশন সার্ভিসেসের আর্থিক হিসাবে দেখানো হচ্ছে। যা আদায় হচ্ছে না। এমতাবস্থায় বিএএস-৩৬ অনুযায়ী, ইমপেয়ারম্যান্ট করার বাধ্যবাধকতা থাকলেও তা করা হয়নি। উল্লেখ্য, সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৪.১০ টাকায়।
×