ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেতন বৃদ্ধিতে বৈষম্য ও ছাঁটাই কালিয়াকৈরে গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ

প্রকাশিত: ০৭:৫২, ১১ ডিসেম্বর ২০১৭

বেতন বৃদ্ধিতে বৈষম্য ও ছাঁটাই কালিয়াকৈরে গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাক কারখানায় বাৎসরিক বেতন বৃদ্ধিতে বৈষম্য এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছে। শ্রমিক অসন্তোষের মুখে রবিবার পর্যন্ত দু’দিন কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রাস্থিত মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকদের প্রতিবছর বাৎসরিক বেতন বৃদ্ধি করা হয় মূল বেতনের সর্বনি¤œ ৩% থেকে ৫% হারে। কিন্তু এবছর জনপ্রতি শ্রমিকের বেতন মোট ১০০-৩০০ টাকা বৃদ্ধি করে কর্তৃপক্ষ। এ নিয়ে বার্ষিক বেতন বৃদ্ধিতে অনিয়ম হওয়ার অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। বেতন বৃদ্ধিতে বৈষম্যের প্রতিবাদ করায় ৪ ডিসেম্বর কারখানার ১৩ জন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এর জের ধরে শ্রমিকরা বেতন বৃদ্ধিতে বৈষম্য এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শনিবার সকাল হতে কারখানায় অবস্থান নিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এসময় আন্দোলনে বাধা দেয়ায় শ্রমিকদের সঙ্গে কয়েক কর্মকর্তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কয়েক কর্মকর্তার উপর হামলা চালায়। এতে কারখানার ম্যানেজার সোহেল ও প্রোডাকশন ম্যানেজার সুশান্তসহ চার কর্মকর্তা আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এসময় কয়েক শ্রমিক আহত হয়। বিকেলে কর্তৃপক্ষ কারখানা একদিনের ছুটি ঘোষণা করলে কারখানা এলাকা ত্যাগ করে।
×