ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ রোধে সভা

প্রকাশিত: ০৪:২৪, ১১ ডিসেম্বর ২০১৭

বাল্যবিবাহ রোধে সভা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বাল্যবিবাহ রোধ ও মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এখন শুধু ঘরে ঘরে নয় পকেটে পকেটে মাদক চলে গেছে। মাদকের করাল গ্রাসে এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বাইরেও জনসচেতনতা জরুরী। রবিবার জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কমিটির উপদেষ্টা এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান প্রমুখ। বিআরটিসি বাস উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১০ ডিসেম্বর ॥ যাত্রী সেবার মানোন্নয়নে রবিবার সকাল ৯টায় সাপাহার উপজেলা সদর থেকে বিভাগীয় শহর রাজশাহীতে যাতায়াতের জন্য আরও একটি আধুনিক টিপটপ বিআরটিসি বাস চলাচলের উদ্বোধন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান আলী মন্ডল সদরের জিরো পয়েন্টে বাসটির উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সহ-সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ মতিউর রহমান মতিসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
×