ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সমুদ্র সম্পদ আহরণে গবেষকদের হতে হবে অনুসন্ধানী ॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৪:৪৫, ৮ ডিসেম্বর ২০১৭

সমুদ্র সম্পদ আহরণে গবেষকদের হতে হবে অনুসন্ধানী ॥ চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সমুদ্রে রয়েছে অফুরন্ত সম্পদ। এই সম্পদ সুরক্ষা, আহরণ এবং যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের উন্নতি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান ও ভূমিকা রাখা সম্ভব। এজন্য আমাদের সমুদ্র গবেষকদের হতে হবে অনুসন্ধানী । এক্ষেত্রে সরকারী ও বেসরকারী পৃষ্ঠপোষকতায় গ্রহণ করতে হবে যুগোপযোগী সঠিক পরিকল্পনা এবং যথার্থ বাস্তবায়ন। উপকূল ব্যবস্থাপনায় গ্রহণ করতে হবে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এ্যান্ড ফিশারিজ এবং আইইউসিএন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় কথাগুলো বলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এ্যান্ড ফিশারিজ-এর পরিচালক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অতিথি ছিলেন আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বন বিভাগের উপপ্রধান বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ। খাসি হাওড়ে ২০ বোমা মেশিন ধ্বংস স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জৈন্তাপুর উপজেলা সীমান্তে খাসি হাওড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চালিত ২০টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। এছাড়াও নদীর উৎসমুখ হতে বালু পাথর উত্তোলন করা সম্পূর্ণ বেআইনী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। খাসি হাওড় এলাকার ১২৭৮নং পিলারের ৫এস পিলার সংলগ্ন খাসি নদী হতে আকবর আলী ও আব্দুস ছাত্তারের নেতৃত্বে পাথরখেকো চক্র সম্পূর্ণ বেআইনীভাবে অবৈধ বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করে আসছিল। প্রশাসনের পক্ষ থেকে গত ২ ডিসেম্বর নিষেধাজ্ঞা জারি করার পরও চক্রটি বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করে আসছিল।
×