ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৪:৪৪, ৮ ডিসেম্বর ২০১৭

 টু   ক  রো  খ   ব   র

রাঙ্গামাটিতে হরতাল নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৭ ডিসেম্বর ॥ রাঙ্গামাটিতে আওয়ামী লীগ নেতা হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে সন্ত্রাসীরা রাঙ্গামাটিতে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা ও অপর দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে জেলা যুবলীগ এই হরতালের ডাক দেয়। বুধবার রাতে রাঙ্গামাটিতে যুবলীগের জুরাইছড়ি উপজেলার সহ সভাপতি অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা ও বিলাইছড়ি আওয়ামী লীগ নেতা রাসেল মার্মা এবং জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ঝরনা খীসাকে সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে। রেলসেতুর গ্রিলের ধাক্কায় যুবক নিহত নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৭ ডিসেম্বর ॥ সদর উপজেলার ঠাকুরাকোনা রেলসেতুর ছাদের গ্রিলের ধাক্কা খেয়ে এক অজ্ঞাত যুবকের (১৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে মোহনগঞ্জহগামী একটি কমিউটার ট্রেন ঠাকুরাকোনা রেলসেতু অতিক্রম করার সময় ওই যাত্রী ট্রেনের ছাদে বসে ছিলেন। এ সময় তিনি সেতুর ওপরে থাকা ছাদের গ্রিলের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হওয়ার পর স্থানীয়রা তাকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর কিছুক্ষণ পরই মারা যান ওই যুবক। পলো বাহিনীর ৪৩ সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৭ ডিসেম্বর ॥ ব্যক্তি মালিকানাধীন ও ইজারা দেয়া বিলে জোরপূর্বক পলো দিয়ে মাছ শিকারের অভিযোগে পলো বাহিনীর ৪৩ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সদর উপজেলার চল্লিশা এলাকা থেকে পুলিশ এদের আটক করে। পুলিশ জানায়, কিছুদিন ধরে পলো বাহিনীর সদস্যরা জোর করে ব্যক্তি মালিকানাধীন ও ইজারা বন্দোবস্ত দেয়া বিভিন্ন জলাশয়ে পলো দিয়ে মাছ শিকার করে আসছিল। এরা কিছুক্ষণের মধ্যেই একেকটি বিলের সব মাছ সাবাড় করে ফেলে। এ নিয়ে ইতোমধ্যে থানায় দু’টি মামলা হয়েছে।
×