ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবৈধ পোস্টারিংয়ের বিরুদ্ধে ডিএনসিসির মোবাইল কোর্ট পরিচালনা

প্রকাশিত: ০৪:১৩, ৬ ডিসেম্বর ২০১৭

অবৈধ পোস্টারিংয়ের বিরুদ্ধে ডিএনসিসির মোবাইল কোর্ট পরিচালনা

প্রয়াত মেয়র আনিসুল হকের পরিচ্ছন্ন ঢাকা গড়ার সমাধান যাত্রায় দেয়াল লিখন, পোস্টার, অবৈধ ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম ছিল। ঐ সমাধান যাত্রার ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর বারোটায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ আনোয়ারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পোস্টারিং করে শহরকে নোংরা করার অপরাধে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী ‘হক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, তেজগাঁও এবং ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ‘যান্ত্রিক ফাউন্ডেশন’, নিকেতনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে বিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক এবং অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্ণেল সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×